০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘হিমুর আত্মহত্যার সময় খাটে বসে দেখছিলেন প্রেমিক’

অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার প্রেমিক জিয়াউদ্দিন উরফি। এমনকি সেই সময় একই ঘরের খাটে বসে তিনি বিষয়টি দেখছিলেন বলে জানান। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর উরফি এমনটাই দাবি করেছেন।

গ্রেপ্তারকৃত উরফিকে আজ (৩ নভেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এ তথ্যগুলো দিয়েছে বাহিনীটি।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পুরো ব্রিফিংটি করেন।

উরফির দেওয়া তথ্যটি অনুযায়ী তিনি বলেন, ‘এর আগেও হিমু বেশ কয়েকবার আত্মহত্যার কথা বলেছেন, কিন্তু করেননি। এমনকি আগের রাত বুধবারে নিজের ঘরের সিলিং রডে প্লাস্টিকের দড়ি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দেন।’

ঘটনার বিবরণ দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘পরদিন ঘটনার সময় বাসাতে আসেন উরফি। তাদের মধ্যে হাতাহাতি হয়। হিমু পাশের রুম থেকে একটা মই এনে উপরে উঠতে থাকেন।

সে সময় উরফি খাটে বসা থাকলেও বাধা দেয়নি। কারণ তার দাবি অনুযায়ী এর আগেও বহুবার মই বেয়ে উপরে উঠলেও হিমু নেমে এসেছেন।

কিন্তু এবার সত্যিই হিমু ঝুলে পড়েন। তাকে ধরা চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন বলে জানান। এরপর পাশের রুমে থাকা মেকআপ আর্টিস্ট মিহিরকে ডাকেন। রান্না ঘর থেকে বটি এনে দড়িটি কেটে নামান।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিথর হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ

হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

পুলিশের ধারণা অভিনেত্রী আত্মহত্যা করেছেন। হুমায়রা হিমুর মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘হিমুর আত্মহত্যার সময় খাটে বসে দেখছিলেন প্রেমিক’

Update Time : ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার প্রেমিক জিয়াউদ্দিন উরফি। এমনকি সেই সময় একই ঘরের খাটে বসে তিনি বিষয়টি দেখছিলেন বলে জানান। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর উরফি এমনটাই দাবি করেছেন।

গ্রেপ্তারকৃত উরফিকে আজ (৩ নভেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এ তথ্যগুলো দিয়েছে বাহিনীটি।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পুরো ব্রিফিংটি করেন।

উরফির দেওয়া তথ্যটি অনুযায়ী তিনি বলেন, ‘এর আগেও হিমু বেশ কয়েকবার আত্মহত্যার কথা বলেছেন, কিন্তু করেননি। এমনকি আগের রাত বুধবারে নিজের ঘরের সিলিং রডে প্লাস্টিকের দড়ি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দেন।’

ঘটনার বিবরণ দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘পরদিন ঘটনার সময় বাসাতে আসেন উরফি। তাদের মধ্যে হাতাহাতি হয়। হিমু পাশের রুম থেকে একটা মই এনে উপরে উঠতে থাকেন।

সে সময় উরফি খাটে বসা থাকলেও বাধা দেয়নি। কারণ তার দাবি অনুযায়ী এর আগেও বহুবার মই বেয়ে উপরে উঠলেও হিমু নেমে এসেছেন।

কিন্তু এবার সত্যিই হিমু ঝুলে পড়েন। তাকে ধরা চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন বলে জানান। এরপর পাশের রুমে থাকা মেকআপ আর্টিস্ট মিহিরকে ডাকেন। রান্না ঘর থেকে বটি এনে দড়িটি কেটে নামান।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিথর হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ

হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

পুলিশের ধারণা অভিনেত্রী আত্মহত্যা করেছেন। হুমায়রা হিমুর মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ।