০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে কম উচ্চতার অভিনেতা এখন ভারতীয় নির্মাতাদের তুরুপের তাস!

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত দুই বছরের সবচেয়ে সফল অভিনেতাদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, যশ, রজনীকান্ত বা রাম চরণ। শাহরুখের ‘জওয়ান’, রামচরণের ‘আরআরআর’ হোক বা যশের ‘কেজিএফ টু’— প্রতিটি সিনেমাই ব্যাপক সাফল্যের পাশাপাশি বক্স অফিসে আয় করেছে কোটি কোটি টাকা।

তবে বড় তারকা ছাড়া আরও একজন অভিনেতা রয়েছেন, যিনি প্রথম সারির তারকা না হওয়া সত্ত্বেও তার অভিনীত সিনেমাগুলো গত দুই বছরে প্রচুর আয় করেছে। বলা যায়, আয়ের দিক থেকে শাহরুখ অভিনীত সিনেমাগুলোর পরেই রয়েছে এই অভিনেতার অভিনয় করা চলচ্চিত্রগুলো।

শুধু তাই নয়, ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে কম উচ্চতার অভিনেতা হচ্ছেন তিনি। নাম তার জাফর সাদিক। বয়স ২৭ বছর। বর্তমানে দক্ষিণ ভারতের তরুণ পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা হলেন জাফর।

২০২২ সাল থেকে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জাফর। অভিনেতার শেষ তিনটি সিনেমা হল ‘বিক্রম’, ‘জেলর’ এবং ‘জওয়ান’। এই তিনটি সিনেমাই বিপুল টাকা আয় করেছে বক্স অফিসে।

জানা গেছে, এই তিনটি সিনেমা মিলিয়ে মোট আয় হয়েছে ২২০০ কোটি টাকা। যা শাহরুখ ছাড়া অন্য যে কোনো ভারতীয় অভিনেতার শেষ তিনটি সিনেমার মোট আয়ের থেকে অনেক বেশি।

এ ছাড়া জাফরকে ভারতের ‘সবচেয়ে কম উচ্চতা’র অভিনেতা বলেও মনে করা হয়। কারণ, জাফরের উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। বলিউড অভিনেতা রাজপাল যাদবের উচ্চতা ৫ ফুট। তার থেকেও জাফরের উচ্চতা খানিকটা কম।

১৯৯৫ সালে জাফরের জন্ম। অভিনয়ে পা রাখার আগে একজন নৃত্যশিল্পী এবং কোরিয়োগ্রাফার হিসাবেও ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন তিনি। গত দুই-তিন বছরের সংক্ষিপ্ত কর্মজীবনে জাফর গ্যাংস্টার এবং খলনায়কের সঙ্গীর চরিত্রেই বেশি অভিনয় করেছেন। আর তার অভিনীত চরিত্রগুলোর জন্যও ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

২০২০ সালে তামিল ওয়েব সিরিজ ‘পাভা কাধাইগল’-এ অভিনয় করে প্রথম নজরে আসেন জাফর। ২০২২ সালে কমল হাসন অভিনীত ‘বিক্রম’ সিনেমায় অভিনয়ের পর আরও জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেতা। বক্স অফিস থেকে ‘বিক্রম’ প্রায় ৫০০ কোটি টাকা আয় করেছিল।

পরে ২০২২ সালে তামিল সিনেমা ‘ভেন্ধু থানিন্দাথু কাডু’ এবং ‘শয়তান’ ওয়েব সিরিজ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন জাফর। ২০২৩ সাল রজনীকান্ত অভিনীত ‘জেলার’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এই দুইটি সিনেমার আয় ছিল যথাক্রমে ৬০৭ কোটি এবং ১,১৪৭ কোটি টাকা। এ ছাড়া ২০২৪ সালেও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা হাতে রয়েছে জাফরের।

সূত্র : আনন্দবাজার

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সবচেয়ে কম উচ্চতার অভিনেতা এখন ভারতীয় নির্মাতাদের তুরুপের তাস!

Update Time : ০৩:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত দুই বছরের সবচেয়ে সফল অভিনেতাদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, যশ, রজনীকান্ত বা রাম চরণ। শাহরুখের ‘জওয়ান’, রামচরণের ‘আরআরআর’ হোক বা যশের ‘কেজিএফ টু’— প্রতিটি সিনেমাই ব্যাপক সাফল্যের পাশাপাশি বক্স অফিসে আয় করেছে কোটি কোটি টাকা।

তবে বড় তারকা ছাড়া আরও একজন অভিনেতা রয়েছেন, যিনি প্রথম সারির তারকা না হওয়া সত্ত্বেও তার অভিনীত সিনেমাগুলো গত দুই বছরে প্রচুর আয় করেছে। বলা যায়, আয়ের দিক থেকে শাহরুখ অভিনীত সিনেমাগুলোর পরেই রয়েছে এই অভিনেতার অভিনয় করা চলচ্চিত্রগুলো।

শুধু তাই নয়, ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে কম উচ্চতার অভিনেতা হচ্ছেন তিনি। নাম তার জাফর সাদিক। বয়স ২৭ বছর। বর্তমানে দক্ষিণ ভারতের তরুণ পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা হলেন জাফর।

২০২২ সাল থেকে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জাফর। অভিনেতার শেষ তিনটি সিনেমা হল ‘বিক্রম’, ‘জেলর’ এবং ‘জওয়ান’। এই তিনটি সিনেমাই বিপুল টাকা আয় করেছে বক্স অফিসে।

জানা গেছে, এই তিনটি সিনেমা মিলিয়ে মোট আয় হয়েছে ২২০০ কোটি টাকা। যা শাহরুখ ছাড়া অন্য যে কোনো ভারতীয় অভিনেতার শেষ তিনটি সিনেমার মোট আয়ের থেকে অনেক বেশি।

এ ছাড়া জাফরকে ভারতের ‘সবচেয়ে কম উচ্চতা’র অভিনেতা বলেও মনে করা হয়। কারণ, জাফরের উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। বলিউড অভিনেতা রাজপাল যাদবের উচ্চতা ৫ ফুট। তার থেকেও জাফরের উচ্চতা খানিকটা কম।

১৯৯৫ সালে জাফরের জন্ম। অভিনয়ে পা রাখার আগে একজন নৃত্যশিল্পী এবং কোরিয়োগ্রাফার হিসাবেও ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন তিনি। গত দুই-তিন বছরের সংক্ষিপ্ত কর্মজীবনে জাফর গ্যাংস্টার এবং খলনায়কের সঙ্গীর চরিত্রেই বেশি অভিনয় করেছেন। আর তার অভিনীত চরিত্রগুলোর জন্যও ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

২০২০ সালে তামিল ওয়েব সিরিজ ‘পাভা কাধাইগল’-এ অভিনয় করে প্রথম নজরে আসেন জাফর। ২০২২ সালে কমল হাসন অভিনীত ‘বিক্রম’ সিনেমায় অভিনয়ের পর আরও জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেতা। বক্স অফিস থেকে ‘বিক্রম’ প্রায় ৫০০ কোটি টাকা আয় করেছিল।

পরে ২০২২ সালে তামিল সিনেমা ‘ভেন্ধু থানিন্দাথু কাডু’ এবং ‘শয়তান’ ওয়েব সিরিজ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন জাফর। ২০২৩ সাল রজনীকান্ত অভিনীত ‘জেলার’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এই দুইটি সিনেমার আয় ছিল যথাক্রমে ৬০৭ কোটি এবং ১,১৪৭ কোটি টাকা। এ ছাড়া ২০২৪ সালেও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা হাতে রয়েছে জাফরের।

সূত্র : আনন্দবাজার