০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে আদালতে নেয়া হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • 38

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত আটটার দিকে তাকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।
শনিবারের সমাবেশে পুলিশ সদস্য হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে ফখরুলের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে বাসা থেকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে আনা হয়। দিনভর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। পরে সন্ধ্যার পর তাকে আদালতে পাঠানো হয়।

ডিবির যুগ্ম কমিশনার সনজিৎ কুমার সরকার মানবজমিনকে বলেন, পল্টন থানার পুলিশ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। তারা ফখরুল বাসার সবার সঙ্গে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজসহ হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায়। দশ মিনিট পর আবার ফিরে এসে ফখরুলকে আটক করে নিয়ে যায়। তিনি বলেন, মির্জা ফখরুল অসুস্থ, তার চিকিৎসা চলছিল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মির্জা ফখরুলকে আদালতে নেয়া হয়েছে

Update Time : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত আটটার দিকে তাকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।
শনিবারের সমাবেশে পুলিশ সদস্য হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে ফখরুলের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে বাসা থেকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে আনা হয়। দিনভর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। পরে সন্ধ্যার পর তাকে আদালতে পাঠানো হয়।

ডিবির যুগ্ম কমিশনার সনজিৎ কুমার সরকার মানবজমিনকে বলেন, পল্টন থানার পুলিশ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। তারা ফখরুল বাসার সবার সঙ্গে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজসহ হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায়। দশ মিনিট পর আবার ফিরে এসে ফখরুলকে আটক করে নিয়ে যায়। তিনি বলেন, মির্জা ফখরুল অসুস্থ, তার চিকিৎসা চলছিল।