০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের মাইক্রোবাসে ডাকাতি, মালামালসহ ৬ ডাকাত আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 18

সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে জড়িত ৬ ডাকাতকে আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল।

আটকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ (২২), মালসাপাড়া মহল্লায় জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান নিকি(২১), সয়াধানগড়া মহল্লার বাবু কশাইয়ের ছেলে এনামুল হক আসিক (১৯), শিয়ালকোন ইউনিয়নের চকশিয়ালকোট গ্রামের ফটিক শেখের পুত্র সোহেল রানা (২৮), চন্ডিদাশ গাতী গ্রামের নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪) ও ভাসমান বাসস্থানের কিচমত আলির ছেলে আব্দুল মোতাবেক (২৬)।

পুলিশ সুপার বলেন, “১২ অক্টোবর বগুড়ার সোনাতলা থানায় অপহরণ মামলার ভিকটিক মোছাঃ রুদমিলা আক্তার রিশাকে ঢাকা হতে বগুড়া নেবার পথে রাতে সিরাজগঞ্জের কড্ডার মোর এলাকায় ডাকাতদলের কবলে পড়ে পুলিশের মাক্রোবাসটি। এসময় পুলিশের কাছে থাকা নগত টাকা, মোবাইল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ছিনিয়ে নেয় ডাকাতরা।

এসময়ে ডাকাতদের অর্তকিত হামলায় ভিকটিমের বাবা ও দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতি মামলা করা হয়।

পরে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ঘটনার ৭২ ঘন্টার মধ্য জড়িত ডাকাত সরদার তুষারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী কাজিপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৫ ডাকাতকে আটক ও মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, এই মহাসড়কে বিভিন্ন নামে ডাকাতি করে আসছে ৬টি ডাকাত দল। মহাসড়কে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ভ্রাম্যমান টিম এ মহাসড়কে ২৪ ঘন্টা টহলরত রয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

পুলিশের মাইক্রোবাসে ডাকাতি, মালামালসহ ৬ ডাকাত আটক

Update Time : ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে জড়িত ৬ ডাকাতকে আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল।

আটকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ (২২), মালসাপাড়া মহল্লায় জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান নিকি(২১), সয়াধানগড়া মহল্লার বাবু কশাইয়ের ছেলে এনামুল হক আসিক (১৯), শিয়ালকোন ইউনিয়নের চকশিয়ালকোট গ্রামের ফটিক শেখের পুত্র সোহেল রানা (২৮), চন্ডিদাশ গাতী গ্রামের নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪) ও ভাসমান বাসস্থানের কিচমত আলির ছেলে আব্দুল মোতাবেক (২৬)।

পুলিশ সুপার বলেন, “১২ অক্টোবর বগুড়ার সোনাতলা থানায় অপহরণ মামলার ভিকটিক মোছাঃ রুদমিলা আক্তার রিশাকে ঢাকা হতে বগুড়া নেবার পথে রাতে সিরাজগঞ্জের কড্ডার মোর এলাকায় ডাকাতদলের কবলে পড়ে পুলিশের মাক্রোবাসটি। এসময় পুলিশের কাছে থাকা নগত টাকা, মোবাইল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ছিনিয়ে নেয় ডাকাতরা।

এসময়ে ডাকাতদের অর্তকিত হামলায় ভিকটিমের বাবা ও দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতি মামলা করা হয়।

পরে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ঘটনার ৭২ ঘন্টার মধ্য জড়িত ডাকাত সরদার তুষারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী কাজিপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৫ ডাকাতকে আটক ও মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, এই মহাসড়কে বিভিন্ন নামে ডাকাতি করে আসছে ৬টি ডাকাত দল। মহাসড়কে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ভ্রাম্যমান টিম এ মহাসড়কে ২৪ ঘন্টা টহলরত রয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।