1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
নোরাকে দেখ‌তে ভিড় করছেন হাজারও দর্শক | JoyBD24
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

নোরাকে দেখ‌তে ভিড় করছেন হাজারও দর্শক

বি‌নোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বলিউডের তারকা নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে নানা জল্পন-কল্পনা শুরু হয়েছিল। অবশেষে নোরা ঢাকার মাটিতে পা রেখেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় আসেন নোরা।


ইতোমধ্যে তিনি রংধনু গ্রুপ নিবেদিত উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিয়েছেন। ২৪ ঘণ্টার এ সফরে নোরা আজ মঞ্চে উঠবেন রাত ৮টায় ৷ এদিকে নোরার বাংলাদেশে আসার খবর পেয়ে ভিড় করছেন হাজারও দর্শক। অনেকে টিকিট বা পাস ছাড়াই চলে এসেছেন।

আরও পড়ুন:

অনুষ্ঠানস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশ, এলিট ফোর্সের উপস্থিতিতে আগত দর্শকদের বিশেষ চেকিং দিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিআইপি ১৫ হাজার, গোল্ড ১০ হাজার, সিলভার ৫ হাজার টাকা।

জানা গেছে, রাত ৮টায় মঞ্চে উঠবেন নোরা। জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নাচ করবেন তিনি। এ আয়োজন শেষে শনিবার তিনি ফিরে যাবেন কাতারে। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24