০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে বরকে কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • 27

নোয়াখালীর চাটখিলে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে বরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবা মিজানুর রহমান ও হবু বর শাহাদাত হোসেনকে আলাদা আলাদা ভাবে কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে মল্লিকা দীঘির পাড় এলাকার কিশোরীর (১৪) সাথে একই গ্রামের শাহাদাত হোসেনের সাথে বিয়ে ঠিক হয়। ওই কিশোরী গ্রামের একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরে তাদের গ্রামের বাড়িতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্য বিবাহের সব আয়োজন পণ্ড করে দেয়া হয়।

এ ছাড়া অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় হবু বর শাহাদাত হোসনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের দুইজনকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে বরকে কারাগারে

Update Time : ০২:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর চাটখিলে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে বরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবা মিজানুর রহমান ও হবু বর শাহাদাত হোসেনকে আলাদা আলাদা ভাবে কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে মল্লিকা দীঘির পাড় এলাকার কিশোরীর (১৪) সাথে একই গ্রামের শাহাদাত হোসেনের সাথে বিয়ে ঠিক হয়। ওই কিশোরী গ্রামের একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরে তাদের গ্রামের বাড়িতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্য বিবাহের সব আয়োজন পণ্ড করে দেয়া হয়।

এ ছাড়া অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় হবু বর শাহাদাত হোসনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের দুইজনকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।