০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৭২ কেজি গাঁজাসহ একজন আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 17

ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প।  শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সাগর মিয়া (২৭) জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বাসিন্দা।  র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালায়।

এসময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ সাগরকে আটক করা হয়।  তিনি আরও জানান, সাগর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিকভাবে সে জানিয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৭২ কেজি গাঁজাসহ একজন আটক

Update Time : ০৫:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প।  শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সাগর মিয়া (২৭) জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বাসিন্দা।  র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালায়।

এসময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ সাগরকে আটক করা হয়।  তিনি আরও জানান, সাগর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিকভাবে সে জানিয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।