০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সংঘাতময় পরিস্থিতিতে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে : কামাল হোসেন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • 17

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম সংঘাত-সংকটময় পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য গড়ে তোলার কথা বলেছেন তিনি।

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁর মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কামাল হোসেন।

বিদ্যমান অর্থনৈতিক সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থনপুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার বলে মনে করেন কামাল হোসেন। তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারের অনুপস্থিতির কারণে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। আর সীমাহীন দুর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচারে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ দুর্দশার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন কামাল হোসেন।

সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নেতা মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান, আলতাফ হোসেন, আবদুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, সেলিম আকবর, সুরাইয়া বেগম, শাহ নূরুজ্জামান ও মো. ইয়াসিন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংঘাতময় পরিস্থিতিতে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে : কামাল হোসেন

Update Time : ১০:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম সংঘাত-সংকটময় পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য গড়ে তোলার কথা বলেছেন তিনি।

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁর মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কামাল হোসেন।

বিদ্যমান অর্থনৈতিক সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থনপুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার বলে মনে করেন কামাল হোসেন। তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারের অনুপস্থিতির কারণে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। আর সীমাহীন দুর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচারে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ দুর্দশার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন কামাল হোসেন।

সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নেতা মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান, আলতাফ হোসেন, আবদুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, সেলিম আকবর, সুরাইয়া বেগম, শাহ নূরুজ্জামান ও মো. ইয়াসিন।