০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সংকট দীর্ঘায়িত হবে না, আমাদের প্রধানমন্ত্রী : পরশ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • 22

‘যুদ্ধ এবং মহামারির কারণে বিশ্বব্যাপী নানা সংকট তৈরি হয়েছে। বাংলাদেশেও মানুষ কষ্টে আছে। তবে এই সংকট দীর্ঘায়িত হবে না। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনি বিশ্বের শ্রেষ্ঠ ক্রাইসিস ম্যানেজার।’ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।
এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি বরাবরই সরকারের উন্নয়ন নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। তাদের কাজই প্রপাগান্ডা চালানো। তারা মিথ্যাকে আমাদের সত্যকে ঢেকে দিতে চায়, যা কোনোদিন সম্ভব নয়।

তিনি আরো বলেন, আজকের মহাসমাবেশ সফল করার জন্য সবাই সম্মিলিত ভূমিকা রেখেছেন। এমন ভূমিকা অব্যাহত রাখলেই বিজয় সুনিশ্চিত। নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি আছে, এই সময়ে সবকিছু ভুলে আওয়ামী লীগের বিজয়ের জন্য কাজ করতে হবে।

শেখ পরশ বলেন, বিএনপি নেতাকর্মীরা দেশে-বিদেশে সরকারের বদনাম করে যাচ্ছে। উন্নয়ন নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অথচ তারা কিন্তু শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করা থেকে বিরত থাকতে পারেনি। শেখ হাসিনার উন্নয়ন সারাদেশে ছড়িয়ে আছে, এর সুফল কেউ উপেক্ষা করতে পারবে না।

মহাসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, স্থায়ী কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংকট দীর্ঘায়িত হবে না, আমাদের প্রধানমন্ত্রী : পরশ

Update Time : ১২:৩৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

‘যুদ্ধ এবং মহামারির কারণে বিশ্বব্যাপী নানা সংকট তৈরি হয়েছে। বাংলাদেশেও মানুষ কষ্টে আছে। তবে এই সংকট দীর্ঘায়িত হবে না। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনি বিশ্বের শ্রেষ্ঠ ক্রাইসিস ম্যানেজার।’ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।
এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি বরাবরই সরকারের উন্নয়ন নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। তাদের কাজই প্রপাগান্ডা চালানো। তারা মিথ্যাকে আমাদের সত্যকে ঢেকে দিতে চায়, যা কোনোদিন সম্ভব নয়।

তিনি আরো বলেন, আজকের মহাসমাবেশ সফল করার জন্য সবাই সম্মিলিত ভূমিকা রেখেছেন। এমন ভূমিকা অব্যাহত রাখলেই বিজয় সুনিশ্চিত। নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি আছে, এই সময়ে সবকিছু ভুলে আওয়ামী লীগের বিজয়ের জন্য কাজ করতে হবে।

শেখ পরশ বলেন, বিএনপি নেতাকর্মীরা দেশে-বিদেশে সরকারের বদনাম করে যাচ্ছে। উন্নয়ন নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অথচ তারা কিন্তু শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করা থেকে বিরত থাকতে পারেনি। শেখ হাসিনার উন্নয়ন সারাদেশে ছড়িয়ে আছে, এর সুফল কেউ উপেক্ষা করতে পারবে না।

মহাসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, স্থায়ী কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।