০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে গরম পানিতে ঝলসে দেয়া হলো কিশোরী গৃহকর্মীর মুখ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ১২ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীর মুখমণ্ডল গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ভাটারা থানায় অভিযোগ দিয়েছেন স্বজনরা।

শিশুটির চাচা জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউরা উপজেলায়।
২-৩ মাস আগে ভুক্তভোগী কিশোরী বসুন্ধরা আবাসিক এলাকার ৯ নম্বর রোডের আই-ব্লকের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে।
একই এলাকায় কিশোরীর মাও কাজ করেন।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে গৃহকর্ত্রী ফোন দিয়ে কিশোরীকে বাসা থেকে নিয়ে আসতে বলেন।

পরে অবশ্য ওই নারী নিজেই কিশোরীকে বাসায় পৌঁছে দেন।
এ সময় পরিবারের সদস্যরা কিশোরীর মুখমণ্ডল ঝলসে গেছে দেখতে পান।
পরে ভাটারা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ চিকিৎসার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠায়।

কিশোরীর বরাত দিয়ে স্বজনরা অভিযোগ করেন, গৃহকর্তা রবিন, তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে।
সেই বাচ্চার দেখাশোনা করতো ভুক্তভোগী। সকালে বাচ্চাটিকে নিয়ে বাসার ভেতর লুকোচুরি খেলছিল সে।
বাচ্চাটিকে এক রুমে রেখে সে অন্য রুমে গিয়ে দরজা আটকে লুকিয়ে ছিল।
এটি দৃষ্টিগোচর হলে গৃহকর্ত্রী ক্ষিপ্ত হয়ে গৃহকর্মীকে মারধর করে।
এক পর্যায়ে রান্নাঘর থেকে গরম পানি এনে তার মুখে ছুড়ে মারা হয়।

এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুক্রবার রাতেই শিশুটিকে নিয়ে তার পরিবার থানায় আসে।
তার মুখমণ্ডল বিভৎসভাবে ঝলসানো ছিল। শুক্রবার সকাল ১০টার পরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পেয়েছি।
দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।-সময়‌টি‌ভি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীতে গরম পানিতে ঝলসে দেয়া হলো কিশোরী গৃহকর্মীর মুখ

Update Time : ০৫:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ১২ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীর মুখমণ্ডল গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ভাটারা থানায় অভিযোগ দিয়েছেন স্বজনরা।

শিশুটির চাচা জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউরা উপজেলায়।
২-৩ মাস আগে ভুক্তভোগী কিশোরী বসুন্ধরা আবাসিক এলাকার ৯ নম্বর রোডের আই-ব্লকের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে।
একই এলাকায় কিশোরীর মাও কাজ করেন।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে গৃহকর্ত্রী ফোন দিয়ে কিশোরীকে বাসা থেকে নিয়ে আসতে বলেন।

পরে অবশ্য ওই নারী নিজেই কিশোরীকে বাসায় পৌঁছে দেন।
এ সময় পরিবারের সদস্যরা কিশোরীর মুখমণ্ডল ঝলসে গেছে দেখতে পান।
পরে ভাটারা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ চিকিৎসার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠায়।

কিশোরীর বরাত দিয়ে স্বজনরা অভিযোগ করেন, গৃহকর্তা রবিন, তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে।
সেই বাচ্চার দেখাশোনা করতো ভুক্তভোগী। সকালে বাচ্চাটিকে নিয়ে বাসার ভেতর লুকোচুরি খেলছিল সে।
বাচ্চাটিকে এক রুমে রেখে সে অন্য রুমে গিয়ে দরজা আটকে লুকিয়ে ছিল।
এটি দৃষ্টিগোচর হলে গৃহকর্ত্রী ক্ষিপ্ত হয়ে গৃহকর্মীকে মারধর করে।
এক পর্যায়ে রান্নাঘর থেকে গরম পানি এনে তার মুখে ছুড়ে মারা হয়।

এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুক্রবার রাতেই শিশুটিকে নিয়ে তার পরিবার থানায় আসে।
তার মুখমণ্ডল বিভৎসভাবে ঝলসানো ছিল। শুক্রবার সকাল ১০টার পরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পেয়েছি।
দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।-সময়‌টি‌ভি।