০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে তিন ডাকাতির ঘটনায় ১১ ডাকাত গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 24

মুন্সীগঞ্জ সদর ও ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর অংশে পৃথক তিনটি ডাকাতির ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে দুজনের বাড়ি মুন্সীগঞ্জে, ফরিদপুরের তিনজন, বরিশালের দুইজন, মানিকগঞ্জের একজন, চাঁদপুরের একজন, পিরোজপুরের একজন ও কিশোরগঞ্জের একজন।

তিনি আরও জানান, তাদেরকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও পাঁচ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৮, ৯ ও ১২ তারিখে তিনটি ডাকাতির ঘটনা ঘটার সপ্তাহ পরে এ ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। সদর উপজেলার রামপাল ও চর কেওয়ারে পুলিশের পোশাক পরে ডাকাতি করা হয়েছিলো।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

মুন্সীগঞ্জে তিন ডাকাতির ঘটনায় ১১ ডাকাত গ্রেপ্তার

Update Time : ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

মুন্সীগঞ্জ সদর ও ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর অংশে পৃথক তিনটি ডাকাতির ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে দুজনের বাড়ি মুন্সীগঞ্জে, ফরিদপুরের তিনজন, বরিশালের দুইজন, মানিকগঞ্জের একজন, চাঁদপুরের একজন, পিরোজপুরের একজন ও কিশোরগঞ্জের একজন।

তিনি আরও জানান, তাদেরকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও পাঁচ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৮, ৯ ও ১২ তারিখে তিনটি ডাকাতির ঘটনা ঘটার সপ্তাহ পরে এ ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। সদর উপজেলার রামপাল ও চর কেওয়ারে পুলিশের পোশাক পরে ডাকাতি করা হয়েছিলো।