১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ এখন দু’বেলা দু’মুঠো ভাত খেতে খুব কষ্ট হয় : আমীর খসরু

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • 23

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে রাখছে। এ জন্য আওয়ামী লীগের সাথে এখন আর এদেশের জনগণ নেই। এদেশের অসহায় মানুষগুলোর এখন দু’বেলা দু’মুঠো ভাত খেতে খুব কষ্ট হয়।

তিনি বলেন, আওয়ামী পুলিশ, আওয়ামী সন্ত্রাস, এখন আর জনগণ এগুলো পছন্দ করে না। গুলি করে, খুন করে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখা যাবে না।

দেশের বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু আরো বলেন, বিশ্বের যত মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম আছে তারা ভালোভাবে জানে, বাংলাদেশের মানুষ এখন ভালো নেই। ১৩ বছর ধরে দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে আওয়ামী লীগ সরকার। রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে তারা এখনো অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এদেশের মানুষ একটি পরিবর্তন চায়।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন), লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি মিডিয়া আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুরে বিএনপি নেতা হীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও শাহাবুদ্দিন সাবুর বাসভবনে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লক্ষ্মীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Tag :
About Author Information

৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো কিশোর।

মানুষ এখন দু’বেলা দু’মুঠো ভাত খেতে খুব কষ্ট হয় : আমীর খসরু

Update Time : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে রাখছে। এ জন্য আওয়ামী লীগের সাথে এখন আর এদেশের জনগণ নেই। এদেশের অসহায় মানুষগুলোর এখন দু’বেলা দু’মুঠো ভাত খেতে খুব কষ্ট হয়।

তিনি বলেন, আওয়ামী পুলিশ, আওয়ামী সন্ত্রাস, এখন আর জনগণ এগুলো পছন্দ করে না। গুলি করে, খুন করে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখা যাবে না।

দেশের বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু আরো বলেন, বিশ্বের যত মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম আছে তারা ভালোভাবে জানে, বাংলাদেশের মানুষ এখন ভালো নেই। ১৩ বছর ধরে দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে আওয়ামী লীগ সরকার। রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে তারা এখনো অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এদেশের মানুষ একটি পরিবর্তন চায়।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন), লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি মিডিয়া আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুরে বিএনপি নেতা হীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও শাহাবুদ্দিন সাবুর বাসভবনে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লক্ষ্মীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।