০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দফা অবরোধে প্রথম দিন বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর, আগুন

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • 29

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু রাজধানীতেই আগুন দেয়া হয়েছে ৮টি বাসে। এ ছাড়া পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। অবরোধকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবরোধের সমর্থনে গতকাল ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও সমমনা জোটের নেতাকর্মীরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। সকালে বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সবুজ (৩০) নামে একজন দগ্ধ হন।

অপরদিকে বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে অবরোধকারীদের। দিনের শুরুতেই শহরের তেলিপুকুর তিনমাথা এলাকায় এ সংঘর্ষ বাধে।

জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ অবরোধকারীদের সরাতে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে অবরোধকারীদের অনেকেই রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
ওদিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে খাদ্যসামগ্রী বোঝাই একটি পিকআপে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, খালের মুখের জলকরকান্দি এলাকায় সকাল ৯টার দিকে ছাত্রদলের কর্মীরা সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে অবরোধ দেয়। এসময় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা চলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

সকাল ১০টার দিকে যুবদল কর্মীরা নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় হঠাৎ অবরোধ করে। এ সময় সড়কে চলাচলকারী ২-৩টি ট্রাক ভাঙচুর করে। সকাল ৭টার দিকে শহরতলীর লালাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল ও স্থানীয় বিএনপি’র কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। রাস্তায় ইট ফেলে তারা অবরোধ করে। পরে পুলিশ গেলে নেতাকর্মীরা চলে যায়। এদিকে মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে মহাসড়কে পিকেটিং ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে রোববার সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় অবস্থান করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তারা।

এদিকে দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনেও রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ছিল যাত্রীশূন্য। এ ছাড়া গাবতলী ও সায়েদাবাদ টার্মিনালেও একই দৃশ্য দেখা গেছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, অবরোধে যাত্রীবাহী বাস ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটছে। আতঙ্কে মানুষ দূরের গন্তব্যে যাচ্ছে না। টার্মিনালে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে রাজধানীতে গণপরিবহনও চলাচল করেছে তুলনামূলক কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ মহাসড়কগুলোতে মোতায়েন ছিল পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা।
এদিকে গতকাল এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়টি মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৬০ জনের অধিক নেতাকর্মীকে। এ ছাড়া গত ২৮শে অক্টোবর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৯৭৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৫১৫টির অধিক মামলায় আসামির সংখ্যা ৩৯ হাজার ৬২০ জনের অধিক নেতাকর্মী। এ ছাড়া ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৫৭৯১ জনের অধিক নেতাকর্মী।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

দ্বিতীয় দফা অবরোধে প্রথম দিন বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর, আগুন

Update Time : ০৩:২২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু রাজধানীতেই আগুন দেয়া হয়েছে ৮টি বাসে। এ ছাড়া পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। অবরোধকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবরোধের সমর্থনে গতকাল ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও সমমনা জোটের নেতাকর্মীরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। সকালে বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সবুজ (৩০) নামে একজন দগ্ধ হন।

অপরদিকে বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে অবরোধকারীদের। দিনের শুরুতেই শহরের তেলিপুকুর তিনমাথা এলাকায় এ সংঘর্ষ বাধে।

জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ অবরোধকারীদের সরাতে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে অবরোধকারীদের অনেকেই রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
ওদিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে খাদ্যসামগ্রী বোঝাই একটি পিকআপে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, খালের মুখের জলকরকান্দি এলাকায় সকাল ৯টার দিকে ছাত্রদলের কর্মীরা সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে অবরোধ দেয়। এসময় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা চলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

সকাল ১০টার দিকে যুবদল কর্মীরা নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় হঠাৎ অবরোধ করে। এ সময় সড়কে চলাচলকারী ২-৩টি ট্রাক ভাঙচুর করে। সকাল ৭টার দিকে শহরতলীর লালাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল ও স্থানীয় বিএনপি’র কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। রাস্তায় ইট ফেলে তারা অবরোধ করে। পরে পুলিশ গেলে নেতাকর্মীরা চলে যায়। এদিকে মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে মহাসড়কে পিকেটিং ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে রোববার সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় অবস্থান করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তারা।

এদিকে দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনেও রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ছিল যাত্রীশূন্য। এ ছাড়া গাবতলী ও সায়েদাবাদ টার্মিনালেও একই দৃশ্য দেখা গেছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, অবরোধে যাত্রীবাহী বাস ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটছে। আতঙ্কে মানুষ দূরের গন্তব্যে যাচ্ছে না। টার্মিনালে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে রাজধানীতে গণপরিবহনও চলাচল করেছে তুলনামূলক কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ মহাসড়কগুলোতে মোতায়েন ছিল পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা।
এদিকে গতকাল এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়টি মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৬০ জনের অধিক নেতাকর্মীকে। এ ছাড়া গত ২৮শে অক্টোবর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৯৭৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৫১৫টির অধিক মামলায় আসামির সংখ্যা ৩৯ হাজার ৬২০ জনের অধিক নেতাকর্মী। এ ছাড়া ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৫৭৯১ জনের অধিক নেতাকর্মী।