০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • 14

ফরিদপুরের সালথা উপজেলার মেম্বার গট্টিতে রাস্তার পাশের একটি খাদে পড়ে থাকা এক সিএনজিচালিত গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার সিএনজিচালিত গাড়িটি ছিনতাই করেছে বলে পুলিশের ধারণা।

নিহতের নাম মো. রাজিব শেখ (২৮)। তিনি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় তার পরিচয় শনাক্ত করা হয়। এর আগে বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের পিতা আইয়ুব আলী জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিএনজি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি রাজিব। এ ঘটনায় আজ ১৮ সেপ্টেম্বর সকালে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন।

ওই জিডির তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই  মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত রাজিবের মোবাইল লোকেশন ট্রাক করে তার সর্বশেষ অবস্থান ফরিদপুরের সালথা থানাধীন মেম্বার গট্টি এলাকায় দেখতে পাওয়া যায়। বিকালে ওই এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিচয় শনাক্ত করতে সেখানে যায় পুলিশ এবং নিহতের পরিবার। এরপর সেটি রাজিবের মৃতদেহ বলে শনাক্ত করেন তার পিতা।

তিনি জানান, রাজিবকে হত্যা করে দুর্বৃত্তরা তার সিএনজি গাড়িটি ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, ‘একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা হিসেবে মৃতদেহটি থানায় নিয়ে আসে। পরে সন্ধায় পরিবারের লোকেরা তার পরিচয় শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহটি  ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো কিশোর।

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

Update Time : ১১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের সালথা উপজেলার মেম্বার গট্টিতে রাস্তার পাশের একটি খাদে পড়ে থাকা এক সিএনজিচালিত গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার সিএনজিচালিত গাড়িটি ছিনতাই করেছে বলে পুলিশের ধারণা।

নিহতের নাম মো. রাজিব শেখ (২৮)। তিনি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় তার পরিচয় শনাক্ত করা হয়। এর আগে বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের পিতা আইয়ুব আলী জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিএনজি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি রাজিব। এ ঘটনায় আজ ১৮ সেপ্টেম্বর সকালে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন।

ওই জিডির তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই  মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত রাজিবের মোবাইল লোকেশন ট্রাক করে তার সর্বশেষ অবস্থান ফরিদপুরের সালথা থানাধীন মেম্বার গট্টি এলাকায় দেখতে পাওয়া যায়। বিকালে ওই এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিচয় শনাক্ত করতে সেখানে যায় পুলিশ এবং নিহতের পরিবার। এরপর সেটি রাজিবের মৃতদেহ বলে শনাক্ত করেন তার পিতা।

তিনি জানান, রাজিবকে হত্যা করে দুর্বৃত্তরা তার সিএনজি গাড়িটি ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, ‘একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা হিসেবে মৃতদেহটি থানায় নিয়ে আসে। পরে সন্ধায় পরিবারের লোকেরা তার পরিচয় শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহটি  ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।