১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • 17

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে শুক্রবার বরিশাল নগর ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উচ্ছৃঙ্খল কর্মীদের থামাতে বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতা জুতা হাতে তেড়ে যাওয়া এবং কর্মীদের পেটানোয় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। যার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপাক ভাবে ছড়িয়ে পড়ে। আর ওই বিকেলে পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে বরিশাল নগরে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ছিল। যেখানে নিজের অনুসারী কর্মীদের নিয়ে খণ্ড র‌্যালি সহকারে অংশ নেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। তবে র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ফজলুল হক অ্যাভিনিউতে পৌঁছালে অপ্রীতিকর ওই ঘটনার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীবের নেতৃত্বের খণ্ড র‌্যালিটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান রাজীব খান। এরপর তার কর্মীদের মারধর করতে থাকেন তিনি। পরে আবার র‌্যালিটি নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যালিতে কিছু লোকজন বিশৃঙ্খলা করছিলেন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে তার বাম হাতে থাকা জুতা নিয়ে কর্মীদের দিকে দৌড়ে তেড়ে যান এবং জুতা হাতে রেখেই কর্মীদের পেটাতে থাকেন।

জুতা হাতে কর্মীদের দিকে তেড়ে যাওয়া কারণ জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান জানান, কর্মীদের শাসন করতেই এমন পরিস্থিতির সৃষ্টি। তবে ঘটনাটি যেভাবে বলা হচ্ছে, আসলে সেরকম নয়, আর সিনিয়র নেতারাও তো আমাদের শাসন করেন। তবে একজন নেতার কর্মীদের সঙ্গে এমন আচরণ করা কতটা শোভনীয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্র নেতারা। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন অনেকে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

Update Time : ১০:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে শুক্রবার বরিশাল নগর ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উচ্ছৃঙ্খল কর্মীদের থামাতে বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতা জুতা হাতে তেড়ে যাওয়া এবং কর্মীদের পেটানোয় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। যার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপাক ভাবে ছড়িয়ে পড়ে। আর ওই বিকেলে পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে বরিশাল নগরে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ছিল। যেখানে নিজের অনুসারী কর্মীদের নিয়ে খণ্ড র‌্যালি সহকারে অংশ নেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। তবে র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ফজলুল হক অ্যাভিনিউতে পৌঁছালে অপ্রীতিকর ওই ঘটনার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীবের নেতৃত্বের খণ্ড র‌্যালিটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান রাজীব খান। এরপর তার কর্মীদের মারধর করতে থাকেন তিনি। পরে আবার র‌্যালিটি নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যালিতে কিছু লোকজন বিশৃঙ্খলা করছিলেন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে তার বাম হাতে থাকা জুতা নিয়ে কর্মীদের দিকে দৌড়ে তেড়ে যান এবং জুতা হাতে রেখেই কর্মীদের পেটাতে থাকেন।

জুতা হাতে কর্মীদের দিকে তেড়ে যাওয়া কারণ জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান জানান, কর্মীদের শাসন করতেই এমন পরিস্থিতির সৃষ্টি। তবে ঘটনাটি যেভাবে বলা হচ্ছে, আসলে সেরকম নয়, আর সিনিয়র নেতারাও তো আমাদের শাসন করেন। তবে একজন নেতার কর্মীদের সঙ্গে এমন আচরণ করা কতটা শোভনীয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্র নেতারা। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন অনেকে।