০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধের আগে রাজধানীতে আট বাসে আগুন

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • 29

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগের দিন আটটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাতেই সাতটি বাসে আগুন দেওয়া হয়।

শনিবার দুপুরে আশুলিয়া রেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এক ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস মতিঝিলের নটডডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহন, সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত নটায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এবং ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী অনাবিল পরিবহন, রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আগারগাঁওয়ে শিকড় পরিবহন এবং পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

আগুন ধরানোর কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নাশকতার সময় হাতেনাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চতুর্থ দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে এই অবরোধ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

অবরোধের আগে রাজধানীতে আট বাসে আগুন

Update Time : ০৩:৫৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগের দিন আটটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাতেই সাতটি বাসে আগুন দেওয়া হয়।

শনিবার দুপুরে আশুলিয়া রেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এক ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস মতিঝিলের নটডডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহন, সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত নটায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এবং ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী অনাবিল পরিবহন, রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আগারগাঁওয়ে শিকড় পরিবহন এবং পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

আগুন ধরানোর কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নাশকতার সময় হাতেনাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চতুর্থ দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে এই অবরোধ।