ভোলার চরফ্যাশন উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় চরমাদরাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার চরমাদরাজ ইউনিয়নের পূর্ব মাদরাজ গ্রামের হারুন চাকিদারের ছেলে আলামিন। তিনি ভাড়ায় একটি মোটরসাইকেল চালান।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীরা ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে চালক আলামিন পথের মধ্যেই তাদের উত্ত্যক্ত শুরু করে। এ সময় তিনি ওই দুজনকে কুপ্রস্তাবও দেন। পরে সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলটি স্লুইজ গেট নামক এলাকায় পৌঁছালে দুই তরুণীকে নামিয়ে টানা-হেঁচড়া করতে থাকেন। এ সময় ভুক্তভোগী তরুণী ও তার মামাতো বোন দুদিকে ছুটে যান। পরে অভিযুক্ত আলামিন ভুক্তভোগীকে কেওড়া বনে নিয়ে ধর্ষণ করে। পরে তার সঙ্গে থাকা মামাতো বোন বিষয়টি স্থানীয়দের জানান।
এদিকে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত আলামিন স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীকে বনের মধ্যেই ফেলে পালিয়ে যান। পরে ওই তরুণী বাড়ি ফিরে ঘটনাটি তার মা ও পরিবারের সদস্যদের জানান।
এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলামিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply