বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা হলো ‘দিন-দ্য ডে’। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল প্রতীক্ষিত এই সিনেমা গেল বছর মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি শেষ পর্যন্ত। অবশেষে ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা দম্পতি। তবে মুক্তির পরেই নানা তর্ক-বিতর্কে পড়েছে ‘দিন দ্য ডে’ সিনেমাটি। এবার সিনেমা প্রচারণায় নতুন করে হলে সিনেমা দেখতে ৭৪ শিল্পীকে দাওয়াত জানিয়েছেন অনন্ত।
সোমবার (১৮ জুলাই) যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন চলচ্চিত্রটির ৭৪ শিল্পী। এক ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে সিনেমাটি দেখব। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।’ এছাড়া অনন্ত পোস্টও দিয়েছেন, যেখানে তিনি অনেক সিনিয়র শিল্পীর নামও ঘোষণা করেছেন।
অনেক তারকার নাম লিখলেও সেই তালিকায় রয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতাও। যদিও ববিতা একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে অনন্তের দেয়া ঘোষণা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
ববিতা বলেন, আমাদের তিন বোনের কারও সঙ্গে জলিল সাহেবের কথা হয়নি। কিন্তু আমাদের সঙ্গে কথা না বলে ফেসবুকে এভাবে নাম লিখে দেওয়ার তো কোনো মানে হয় না। এ ধরনের মিথ্যাচার মোটেও ভালো নয়।