১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে: অ্যাডভোকেট হেলাল উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • 32

‘অবৈধ সরকার’ পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ‘জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই অবরোধ চলছে। এই আওয়ামী ভোটচোরের বিরুদ্ধে জামায়াতের অবরোধ। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে আমাদের এই অবরোধ তীব্র থেকে তীব্রতর হবে।’

ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আওয়াজ তুলুন এই ভোটচোরের অধীনে আর কোনো নির্বাচন জনগণ দেখতে চায় না। ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অপশাসন ও দুঃশাসনে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। তারা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এভাবে দেশ চলতে পারে না।

বুধবার রাজধানীর বেইলি রোড এলাকায় সড়ক অবরোধকালে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর রমনায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, মুতাসিম বিল্লাহ, মুহাম্মদ নুরুদ্দিন, ইমাম হোসেন প্রমুখ।

এছাড়া আজ তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত হয়।

বাবুবাজার নয়াবাজার এলাকায় অবরোধ

তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সকালে রাজধানীর বাবু বাজার নয়াবাজার এলাকায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা আবু আনাস আব্দুল্লাহ, মাওলানা এম এ আজাদ, আবু আব্দুল্লাহ, নুর ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার সেক্রটারি মোজাফফর প্রমুখ।

দেলাওয়ার হোসেন বলেন, ‘এই সরকারের অধীনে ২০১৪ সালে মানুষ ভোট দিতে পারেনি, ২০১৮ সালে দিনের ভোট রাতেই হয়ে যাওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। তাই এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন মানুষ দেখতে চায় না। একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারবে। তাই অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করুন, আমিরে জামায়াতে ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহা. সেলিম উদ্দিনসহ সব নেতাকর্মীদেরকে মুক্তি দিতে হবে। না হলে হরতাল, অবরোধের চেয়েও কঠিন কর্মসূচি দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ

যাত্রাবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা সাদেক বিল্লাহ, বোরহান উদ্দিন, রাশেদ মাহমুদ, মতিউর রহমান, মহিউদ্দিন প্রমুখ।

ডেমরায় মহাসড়ক অবরোধ

ডেমরায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মির্জা হেলাল, মাও মিজানুর রহমান, মাও দেলোয়ার ও জসিম উদদীন প্রমুখ।

বাসাবোতে বিশ্বরোড অবরোধ

বাসাবো বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন, মো. শাহজাহান, আসিফ আদনান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর পূর্ব শাখার এইচআরডি ও পাঠাগার সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, বিজ্ঞান সম্পাদক হাসিব আহমেদ প্রমুখ।

ধানমন্ডিতে সড়ক অবরোধ

রাজধানীর ধানমন্ডিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের তত্ত্বাবধানে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানার নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আলী, জাহিনুর রহমান, এডভোকেট জোবায়দুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া অবরোধের সমর্থনে তাঁতীবাজার, দয়াগঞ্জ, বকসীবাজার, মুগদা এবং মালিবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

Tag :
About Author Information

৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো কিশোর।

সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে: অ্যাডভোকেট হেলাল উদ্দিন

Update Time : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

‘অবৈধ সরকার’ পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ‘জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই অবরোধ চলছে। এই আওয়ামী ভোটচোরের বিরুদ্ধে জামায়াতের অবরোধ। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে আমাদের এই অবরোধ তীব্র থেকে তীব্রতর হবে।’

ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আওয়াজ তুলুন এই ভোটচোরের অধীনে আর কোনো নির্বাচন জনগণ দেখতে চায় না। ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অপশাসন ও দুঃশাসনে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। তারা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এভাবে দেশ চলতে পারে না।

বুধবার রাজধানীর বেইলি রোড এলাকায় সড়ক অবরোধকালে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর রমনায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, মুতাসিম বিল্লাহ, মুহাম্মদ নুরুদ্দিন, ইমাম হোসেন প্রমুখ।

এছাড়া আজ তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত হয়।

বাবুবাজার নয়াবাজার এলাকায় অবরোধ

তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সকালে রাজধানীর বাবু বাজার নয়াবাজার এলাকায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা আবু আনাস আব্দুল্লাহ, মাওলানা এম এ আজাদ, আবু আব্দুল্লাহ, নুর ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার সেক্রটারি মোজাফফর প্রমুখ।

দেলাওয়ার হোসেন বলেন, ‘এই সরকারের অধীনে ২০১৪ সালে মানুষ ভোট দিতে পারেনি, ২০১৮ সালে দিনের ভোট রাতেই হয়ে যাওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। তাই এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন মানুষ দেখতে চায় না। একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারবে। তাই অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করুন, আমিরে জামায়াতে ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহা. সেলিম উদ্দিনসহ সব নেতাকর্মীদেরকে মুক্তি দিতে হবে। না হলে হরতাল, অবরোধের চেয়েও কঠিন কর্মসূচি দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ

যাত্রাবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা সাদেক বিল্লাহ, বোরহান উদ্দিন, রাশেদ মাহমুদ, মতিউর রহমান, মহিউদ্দিন প্রমুখ।

ডেমরায় মহাসড়ক অবরোধ

ডেমরায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মির্জা হেলাল, মাও মিজানুর রহমান, মাও দেলোয়ার ও জসিম উদদীন প্রমুখ।

বাসাবোতে বিশ্বরোড অবরোধ

বাসাবো বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন, মো. শাহজাহান, আসিফ আদনান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর পূর্ব শাখার এইচআরডি ও পাঠাগার সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, বিজ্ঞান সম্পাদক হাসিব আহমেদ প্রমুখ।

ধানমন্ডিতে সড়ক অবরোধ

রাজধানীর ধানমন্ডিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের তত্ত্বাবধানে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানার নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আলী, জাহিনুর রহমান, এডভোকেট জোবায়দুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া অবরোধের সমর্থনে তাঁতীবাজার, দয়াগঞ্জ, বকসীবাজার, মুগদা এবং মালিবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।