১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুরুব্বিদের অসৎ পরামর্শ এ দেশে চলবে না: প্রধানমন্ত্রী

বিএনপি ও তাদের মুরুব্বিরা নির্বাচন চায়নি, এসব মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে গণভবনে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের নেতা–কর্মীরা হতাশ হয়েছে। ১৯৭৫ সালের পর দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।’

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন যাতে না হয় তার জন্য বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। মুরুব্বিদের কথা শুনলে বাংলাদেশ আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়? মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। দুই চারটি দল নির্বাচনে না এলে কিছু হয় না। যারা নির্বাচন নিয়ে খেলতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে।’

সুশৃঙ্খল নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘দলীয় সরকারের অধীনেও যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন যে হতে পারে এবার তা প্রমাণ হয়েছে।’

নির্বাচনের পর দেশের কোথাও যেন কোনো সংঘাত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ২২২টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ফলে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

মুরুব্বিদের অসৎ পরামর্শ এ দেশে চলবে না: প্রধানমন্ত্রী

Update Time : ১২:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বিএনপি ও তাদের মুরুব্বিরা নির্বাচন চায়নি, এসব মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে গণভবনে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের নেতা–কর্মীরা হতাশ হয়েছে। ১৯৭৫ সালের পর দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।’

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন যাতে না হয় তার জন্য বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। মুরুব্বিদের কথা শুনলে বাংলাদেশ আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়? মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। দুই চারটি দল নির্বাচনে না এলে কিছু হয় না। যারা নির্বাচন নিয়ে খেলতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে।’

সুশৃঙ্খল নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘দলীয় সরকারের অধীনেও যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন যে হতে পারে এবার তা প্রমাণ হয়েছে।’

নির্বাচনের পর দেশের কোথাও যেন কোনো সংঘাত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ২২২টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ফলে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।