০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচনী ক্যাম্পের আধিপত্য নিয়ে সংঘর্ষ

ময়মনসিংহের স্বতন্ত্র প্রার্থীর দুই পক্ষের মারামারিতে ১ জন নিহত।

ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকে নির্বাচনী প্রচারণা ক‍্যাম্প স্থাপন নিয়ে দু’পক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিরতা কোনাপাড়া হুতার বাড়ির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম স্থানীয় চর ভবানীপুর কোনাপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনাপাড়া হুতারবাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে নিহতের ছোট ভাই মো. ফারুকের (৪০) সঙ্গে ভাতিজা রাজু (২৮) এবং সাজুদের (২৫) কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার এক পর্যায়ে রফিকুল ইসলামকে ভাতিজারা কিলঘুষি দিলে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তিনি। এ সময় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, দুই পক্ষই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তবে কে এই ক‍্যাম্পের নেতৃত্ব দিবে মূলত এ নিয়েই বিরোধের সৃষ্টি। কারণ নিহত রফিকুলের সঙ্গে ভাতিজাদের আগে থেকেই বাড়ির জমি নিয়ে বিরোধ চলছে।

এ ছাড়াও রফিকুল এর আগে দুইবার স্ট্রোক করেছিল বলেও জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য

নির্বাচনী ক্যাম্পের আধিপত্য নিয়ে সংঘর্ষ

ময়মনসিংহের স্বতন্ত্র প্রার্থীর দুই পক্ষের মারামারিতে ১ জন নিহত।

Update Time : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকে নির্বাচনী প্রচারণা ক‍্যাম্প স্থাপন নিয়ে দু’পক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিরতা কোনাপাড়া হুতার বাড়ির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম স্থানীয় চর ভবানীপুর কোনাপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনাপাড়া হুতারবাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে নিহতের ছোট ভাই মো. ফারুকের (৪০) সঙ্গে ভাতিজা রাজু (২৮) এবং সাজুদের (২৫) কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার এক পর্যায়ে রফিকুল ইসলামকে ভাতিজারা কিলঘুষি দিলে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তিনি। এ সময় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, দুই পক্ষই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তবে কে এই ক‍্যাম্পের নেতৃত্ব দিবে মূলত এ নিয়েই বিরোধের সৃষ্টি। কারণ নিহত রফিকুলের সঙ্গে ভাতিজাদের আগে থেকেই বাড়ির জমি নিয়ে বিরোধ চলছে।

এ ছাড়াও রফিকুল এর আগে দুইবার স্ট্রোক করেছিল বলেও জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।