০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঘোষিত তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 25

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর যা ঘটবে তার পুরো দায় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। আওয়ামী লীগ সম্প্রীতির পরিবেশ মানতে চায় না। তাই তিনি সংঘাতের দিকে পা বাড়াচ্ছে। জনগণের আন্দোলন আরো তীব্র হবে। তাতেই আওয়ামী লীগের পতন হবে।

পরপর তিনটি ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়েছে। দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দিয়ে গরু-ছাগল দিয়ে নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচন কমিশন সবকিছু জেনে শুনে তফসিল ঘোষণা করেছে। এই কমিশনকে কেউ মানে না।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী- দ্বাদশ জাতীয় নিবাচন তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ৭ জানুয়ারি। মনোনয়ন দাখিল আগামী ৩০ নভেম্বর শুরু। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং প্রচারণা শেষ হবে ১৮ ডিসেম্বর থেকে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

ঘোষিত তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি

Update Time : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর যা ঘটবে তার পুরো দায় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। আওয়ামী লীগ সম্প্রীতির পরিবেশ মানতে চায় না। তাই তিনি সংঘাতের দিকে পা বাড়াচ্ছে। জনগণের আন্দোলন আরো তীব্র হবে। তাতেই আওয়ামী লীগের পতন হবে।

পরপর তিনটি ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়েছে। দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দিয়ে গরু-ছাগল দিয়ে নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচন কমিশন সবকিছু জেনে শুনে তফসিল ঘোষণা করেছে। এই কমিশনকে কেউ মানে না।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী- দ্বাদশ জাতীয় নিবাচন তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ৭ জানুয়ারি। মনোনয়ন দাখিল আগামী ৩০ নভেম্বর শুরু। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং প্রচারণা শেষ হবে ১৮ ডিসেম্বর থেকে।