০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে নৌকার সমর্থকদের উপর হামলা, আহত ২

ফরিদপুর-৩ আসনের (সদর) নৌকার সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নৌকার সমর্থক দুই কর্মী আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামীম হক।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তার সমর্থকদের উপর হামলা করে আসছে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের কর্মীরা। তারই ধারাবাহিকতায় রাত ৯টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নে তার কর্মীদের উপর হামলা করা হয়।

“এতে কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

স্থানীয় নৌকার কর্মী মো. শরিফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে তাদের কর্মীরা বিষ্ণুপুর গ্রামে পোস্টার লাগাচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে কিছু লোক এসে নৌকার কর্মী সমর্থকদের মারধোর করে। হামলায় আহতদের মধ্যে কামরুল মোল্যা ও সেলিম শেখের অবস্থা গুরুতর।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অহিমুল ইসলাম ফাহিম বলেন, “দুই জন রোগী এসেছিল, তাদের একজনের মাথায় আঘাত রয়েছে, অপর জনের শরীরে একাধিক স্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “এটা পুরোপুরি একটা সাজানো নাটক। গত কয়েকদিন ধরে ওই ইউনিয়নে আমাদের কর্মী সমর্থকদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, এই বিষয়ে থানায় অভিযোগও দেওয়া আছে।

“সেই সব ঘটনাকে আড়াল করতেই পরিকল্পিতভাবে হামলার নাটক সাজিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে নৌকার প্রার্থী।”

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গফ্ফার হোসেন বলেন, “হামলার খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঈশান গোপালপুরে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

ফরিদপুরে নৌকার সমর্থকদের উপর হামলা, আহত ২

Update Time : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৩ আসনের (সদর) নৌকার সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নৌকার সমর্থক দুই কর্মী আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামীম হক।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তার সমর্থকদের উপর হামলা করে আসছে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের কর্মীরা। তারই ধারাবাহিকতায় রাত ৯টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নে তার কর্মীদের উপর হামলা করা হয়।

“এতে কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

স্থানীয় নৌকার কর্মী মো. শরিফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে তাদের কর্মীরা বিষ্ণুপুর গ্রামে পোস্টার লাগাচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে কিছু লোক এসে নৌকার কর্মী সমর্থকদের মারধোর করে। হামলায় আহতদের মধ্যে কামরুল মোল্যা ও সেলিম শেখের অবস্থা গুরুতর।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অহিমুল ইসলাম ফাহিম বলেন, “দুই জন রোগী এসেছিল, তাদের একজনের মাথায় আঘাত রয়েছে, অপর জনের শরীরে একাধিক স্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “এটা পুরোপুরি একটা সাজানো নাটক। গত কয়েকদিন ধরে ওই ইউনিয়নে আমাদের কর্মী সমর্থকদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, এই বিষয়ে থানায় অভিযোগও দেওয়া আছে।

“সেই সব ঘটনাকে আড়াল করতেই পরিকল্পিতভাবে হামলার নাটক সাজিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে নৌকার প্রার্থী।”

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গফ্ফার হোসেন বলেন, “হামলার খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঈশান গোপালপুরে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।”