০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানে চাপে পড়েছে ক্ষমতাসীনরা।

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 25

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে এমনিতেই দেশী-বিদেশী রাষ্ট্র ও সংস্থার নানামুখী তৎপরতায় চাপে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা চোখে পড়ার মতো। তার ওপর গেল সোমবার রাজনৈতিক সঙ্কট নিরসন করে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সংলাপের এ আহ্বানে নতুন করে চাপে পড়েছে ক্ষমতাসীনরা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় রয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। সম্মতি নেয়ার জন্য গেল সপ্তাহে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনার। আজ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে গেল সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি ও মাঠের প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে চিঠি দিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। এর পরদিন গতকাল মঙ্গলবার সরকারের মুখ্যসচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সাথে বৈঠক করে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন করার ব্যাপারে শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। তফসিল ঘোষণারও চূড়ান্ত প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চিঠি দিয়ে সংলাপে বসার আহ্বান জানানোয় সরকারকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। চিঠির জবাব কিভাবে দেয়া হবে সে বিষয়ে পর্যবেক্ষণ চলছে, চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তার চিঠির জবাবের বিষয়ে গতকাল পর্যন্ত দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই নেতা আরো বলেন, উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলোকে এড়িয়ে নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করা এবার একেবারেই কঠিন। যেখানে বিএনপিকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তারা চায়- বিএনপির অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক- যদিও তারা সেটা সরাসরি বলছে না। তারপরও তাদের কথাবার্তা ও কর্মকাণ্ড সেটাই বলছে। ফলে এবার বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনও অনেকটা কঠিন হতে পারে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে কিছুটা দৃশ্যমান হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য এ প্রতিবেদককে জানান, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন-ভিসানীতি দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র দেখছে, এতে কোনো কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন করার ব্যাপারে সুদৃঢ় রয়েছে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের চিঠি দিয়ে সরকারকে নতুন করে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে অতীতের সব চাপ মোকাবেলা করে আওয়ামী লীগ সরকার তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মার্কিনীদের এ চাপও ঠিকঠাক মোকাবেলা করে সামলিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের পথে এগিয়ে যাবেন।
ক্ষমতাসীন জোটের প্রথম সারির এক নেতা বলেন, ডোনাল্ড লু সংলাপের প্রস্তাব দেয়ায় আগামী নির্বাচন নিয়ে নতুন করে মেঘাচ্ছন্ন তৈরি হয়েছে।

তার চিঠির তো একটা জবাব দিতে হবে। সেটা ইতিবাচক বা নেতিবাচক কিংবা কৌশলী- যেটাই হোক না কেন জবাব না দিয়ে তো পার পাওয়া যাবে না। এজন্য তফসিল ঘোষণায় কয়েকদিন বিলম্ব হতে পারে। উন্নয়ন সহযোগী রাষ্ট্রকে বিশেষ করে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গিয়ে নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করা এবার অনেক কঠিন। আরো এক সপ্তাহ গেলে বিষয়টা আরো পরিষ্কার হবে।
নির্বাচনের আগে শর্তহীন সংলাপে বসার আহ্বানকে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবে দেখছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি গতকাল নয়া দিগন্তকে বলেন, সরকারকে চাপে ফেলতে সংলাপে বসার জন্য এ আহ্বান জানানো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আগেও বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কাউকে তিনি ভয় পান না, পরোয়া করেন না। ফলে চাপ দিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সংলাপ প্রসঙ্গে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমি যতটুকু জানি, সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংলাপের আহ্বান জানানো হবে না, সংলাপের কোনো আয়োজনও করা হবে না। তবে রাষ্ট্রপতি কিংবা নির্বাচন কমিশন যদি সংলাপের ব্যবস্থা করেন তাহলে ওই সংলাপে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন গতকাল নয়া দিগন্তকে বলেন, আওয়ামী লীগ সবসময় সংলাপের পক্ষে। তবে শর্তহীন সংলাপ করার বিষয়ে দলের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানে চাপে পড়েছে ক্ষমতাসীনরা।

Update Time : ০৭:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে এমনিতেই দেশী-বিদেশী রাষ্ট্র ও সংস্থার নানামুখী তৎপরতায় চাপে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা চোখে পড়ার মতো। তার ওপর গেল সোমবার রাজনৈতিক সঙ্কট নিরসন করে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সংলাপের এ আহ্বানে নতুন করে চাপে পড়েছে ক্ষমতাসীনরা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় রয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। সম্মতি নেয়ার জন্য গেল সপ্তাহে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনার। আজ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে গেল সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি ও মাঠের প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে চিঠি দিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। এর পরদিন গতকাল মঙ্গলবার সরকারের মুখ্যসচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সাথে বৈঠক করে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন করার ব্যাপারে শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। তফসিল ঘোষণারও চূড়ান্ত প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চিঠি দিয়ে সংলাপে বসার আহ্বান জানানোয় সরকারকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। চিঠির জবাব কিভাবে দেয়া হবে সে বিষয়ে পর্যবেক্ষণ চলছে, চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তার চিঠির জবাবের বিষয়ে গতকাল পর্যন্ত দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই নেতা আরো বলেন, উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলোকে এড়িয়ে নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করা এবার একেবারেই কঠিন। যেখানে বিএনপিকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তারা চায়- বিএনপির অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক- যদিও তারা সেটা সরাসরি বলছে না। তারপরও তাদের কথাবার্তা ও কর্মকাণ্ড সেটাই বলছে। ফলে এবার বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনও অনেকটা কঠিন হতে পারে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে কিছুটা দৃশ্যমান হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য এ প্রতিবেদককে জানান, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন-ভিসানীতি দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র দেখছে, এতে কোনো কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন করার ব্যাপারে সুদৃঢ় রয়েছে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের চিঠি দিয়ে সরকারকে নতুন করে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে অতীতের সব চাপ মোকাবেলা করে আওয়ামী লীগ সরকার তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মার্কিনীদের এ চাপও ঠিকঠাক মোকাবেলা করে সামলিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের পথে এগিয়ে যাবেন।
ক্ষমতাসীন জোটের প্রথম সারির এক নেতা বলেন, ডোনাল্ড লু সংলাপের প্রস্তাব দেয়ায় আগামী নির্বাচন নিয়ে নতুন করে মেঘাচ্ছন্ন তৈরি হয়েছে।

তার চিঠির তো একটা জবাব দিতে হবে। সেটা ইতিবাচক বা নেতিবাচক কিংবা কৌশলী- যেটাই হোক না কেন জবাব না দিয়ে তো পার পাওয়া যাবে না। এজন্য তফসিল ঘোষণায় কয়েকদিন বিলম্ব হতে পারে। উন্নয়ন সহযোগী রাষ্ট্রকে বিশেষ করে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গিয়ে নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করা এবার অনেক কঠিন। আরো এক সপ্তাহ গেলে বিষয়টা আরো পরিষ্কার হবে।
নির্বাচনের আগে শর্তহীন সংলাপে বসার আহ্বানকে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবে দেখছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি গতকাল নয়া দিগন্তকে বলেন, সরকারকে চাপে ফেলতে সংলাপে বসার জন্য এ আহ্বান জানানো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আগেও বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কাউকে তিনি ভয় পান না, পরোয়া করেন না। ফলে চাপ দিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সংলাপ প্রসঙ্গে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমি যতটুকু জানি, সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংলাপের আহ্বান জানানো হবে না, সংলাপের কোনো আয়োজনও করা হবে না। তবে রাষ্ট্রপতি কিংবা নির্বাচন কমিশন যদি সংলাপের ব্যবস্থা করেন তাহলে ওই সংলাপে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন গতকাল নয়া দিগন্তকে বলেন, আওয়ামী লীগ সবসময় সংলাপের পক্ষে। তবে শর্তহীন সংলাপ করার বিষয়ে দলের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।