০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগকর্মী তারেক হত্যা: আরও তিন আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • 24

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ইভান হত্যা মামলায় জড়িত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান কোতয়ালি থানার ওসি জাহিদুল কবীর। তিনি জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তারেক হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জন গ্রেফতার হয়েছে।

শুক্রবার গ্রেফতার ব্যক্তিরা হলেন, সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)।

ওসি জাহিদুল কবীর বলেন, গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতয়ালি থানার চেরাগী পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এর আগে শোভন দেব, সৌরভ দাশ ও প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

Tag :
About Author Information

৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো কিশোর।

ছাত্রলীগকর্মী তারেক হত্যা: আরও তিন আসামি গ্রেফতার

Update Time : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ইভান হত্যা মামলায় জড়িত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান কোতয়ালি থানার ওসি জাহিদুল কবীর। তিনি জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তারেক হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জন গ্রেফতার হয়েছে।

শুক্রবার গ্রেফতার ব্যক্তিরা হলেন, সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)।

ওসি জাহিদুল কবীর বলেন, গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতয়ালি থানার চেরাগী পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এর আগে শোভন দেব, সৌরভ দাশ ও প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।