০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির পাকিস্তান সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে পরোয়া করে না ইসলামাবাদ। তিনি বলেন, পাকিস্তান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সবকিছু করবে।

গতকাল (শুক্রবার) পাকিস্তানের জাতীয় সংসদে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন ইসহাক দার। তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসির পাকিস্তান সফরের গুরুত্ব অপরিসীম। শিগগিরই বিরোধী নেতাদেরকে এই সফরের গুরুত্ব এবং অর্জন সম্পর্কে সরকার বিস্তারিত তথ্য জানাবে।

ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইসহাকদার বলেন, বিষয়টি ইসলামাবাদের পক্ষ থেকে গোপন করার কোনো প্রয়োজন নেই। ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝির ব্যাপারে যে জল্পনা তৈরি করা হয়েছিল এই সফরের মধ্যদিয়ে তা ভিত্তিহীন বলে প্রমাণ হয়েছে।

মন্ত্রী বলেন, যদিও প্রেসিডেন্ট রায়িসির সফরের শেষ পর্যায়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই গ্যাস লাইনপ্রকল্পের কথা উল্লেখ করা হয়নি এবং পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে না বরং বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে। এখানে জাতীয় স্বার্থে যা করার ইসলামাবাদ তাই করবে। গ্যাস পাইপলাইন প্রকল্পের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বিশেষ গুরুত্ব পাবে না।#

পার্সটুডে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়।

গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ।

Update Time : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির পাকিস্তান সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে পরোয়া করে না ইসলামাবাদ। তিনি বলেন, পাকিস্তান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সবকিছু করবে।

গতকাল (শুক্রবার) পাকিস্তানের জাতীয় সংসদে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন ইসহাক দার। তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসির পাকিস্তান সফরের গুরুত্ব অপরিসীম। শিগগিরই বিরোধী নেতাদেরকে এই সফরের গুরুত্ব এবং অর্জন সম্পর্কে সরকার বিস্তারিত তথ্য জানাবে।

ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইসহাকদার বলেন, বিষয়টি ইসলামাবাদের পক্ষ থেকে গোপন করার কোনো প্রয়োজন নেই। ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝির ব্যাপারে যে জল্পনা তৈরি করা হয়েছিল এই সফরের মধ্যদিয়ে তা ভিত্তিহীন বলে প্রমাণ হয়েছে।

মন্ত্রী বলেন, যদিও প্রেসিডেন্ট রায়িসির সফরের শেষ পর্যায়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই গ্যাস লাইনপ্রকল্পের কথা উল্লেখ করা হয়নি এবং পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে না বরং বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে। এখানে জাতীয় স্বার্থে যা করার ইসলামাবাদ তাই করবে। গ্যাস পাইপলাইন প্রকল্পের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বিশেষ গুরুত্ব পাবে না।#

পার্সটুডে