০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

একনজরে বিশ্ব সংবাদ: ২৯ অক্টোবর ২০২৩

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • 36

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিলো ভারত

ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কিছু রাজ্যে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাই অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি টন পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নীতি কার্যকর থাকবে।

ভারতে কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ, বহু হতাহত

ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে মোট তিনটি বিস্ফোরণ ঘটেছে।

ইসরায়েলে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে যুক্তরাষ্ট্র

অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েল-অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থা দ্যা ইন্টারসেপ্ট এমন তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল যখন গাজা উপত্যকা ভয়াবহ বর্বরতা চালাচ্ছে ঠিক সে সময়ই এমন উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

বন্ধ হয়ে গেছে গাজার ৩০ হাসপাতাল

ইসরায়েলের হামলায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। অবরুদ্ধ গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সেখানে মেডিকেল সামগ্রীও শেষ হয়ে গেছে। সে কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করে পোস্ট, ক্ষমা চাইলেন নেতানিয়াহু

গত ৭ অক্টোবরের হামাসের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনী ও দেশীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার ওই মন্তব্যে এরই মধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। এমনকি, ওই মন্তব্যের জেরে সৃষ্টি রাজনৈতিক উত্তাপের মুখে ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু।

তুরস্ক থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো ইসরায়েল

‘হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী। আর ইসরায়েল হলো অবৈধ দখলদার, তারা যুদ্ধাপরাধীর মত আচরণ করছে।’ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, যে কারণে সরে দাঁড়ালেন পেন্স

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়ালেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এটি আমার সময় নয়’। শনিবার (২৮ অক্টোবর) লাস ভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পেন্স। পরে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের দলের এ নেতা লিখেছেন, আমরা সবাই জানতাম, কঠিন লড়াই হবে। কিন্তু আমার কোনো অনুশোচনা নেই।

নভেম্বরে বাইডেন-শি বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র-চীন

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কূটনীতিক যোগাযোগ স্থাপনের পর ওয়াং যুক্তরাষ্ট্র সফরে আসেন, যা দুই নেতার মুখোমুখি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী মাসে সানফ্রানসিসকোয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবার ২০০ কোটি রুপি চেয়ে মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আবারও হত্যার হুমকি পেলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ২০০ কোটি রুপি দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হত্যার হুমকির বার্তা পেলেন মুকেশ। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) ২০ কোটি রুপি দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে।

হারিকেন ওটিসের তাণ্ডব, মেক্সিকোয় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

হারিকেন ওটিসের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুলকো। স্থানীয় সরকার জানিয়েছে, প্রলয়ঙ্কারী এই ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে। সেসময় জলোচ্ছ্বাসের পাশাপাশি তীব্র বাতাসে অনেক বাড়ির ছাদ উড়ে যায়। পানিতে ডুবে যায় বহু যানবাহন।

Tag :
About Author Information

৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো কিশোর।

একনজরে বিশ্ব সংবাদ: ২৯ অক্টোবর ২০২৩

Update Time : ১০:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিলো ভারত

ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কিছু রাজ্যে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাই অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি টন পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নীতি কার্যকর থাকবে।

ভারতে কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ, বহু হতাহত

ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে মোট তিনটি বিস্ফোরণ ঘটেছে।

ইসরায়েলে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে যুক্তরাষ্ট্র

অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েল-অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থা দ্যা ইন্টারসেপ্ট এমন তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল যখন গাজা উপত্যকা ভয়াবহ বর্বরতা চালাচ্ছে ঠিক সে সময়ই এমন উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

বন্ধ হয়ে গেছে গাজার ৩০ হাসপাতাল

ইসরায়েলের হামলায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। অবরুদ্ধ গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সেখানে মেডিকেল সামগ্রীও শেষ হয়ে গেছে। সে কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করে পোস্ট, ক্ষমা চাইলেন নেতানিয়াহু

গত ৭ অক্টোবরের হামাসের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনী ও দেশীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার ওই মন্তব্যে এরই মধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। এমনকি, ওই মন্তব্যের জেরে সৃষ্টি রাজনৈতিক উত্তাপের মুখে ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু।

তুরস্ক থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো ইসরায়েল

‘হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী। আর ইসরায়েল হলো অবৈধ দখলদার, তারা যুদ্ধাপরাধীর মত আচরণ করছে।’ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, যে কারণে সরে দাঁড়ালেন পেন্স

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়ালেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এটি আমার সময় নয়’। শনিবার (২৮ অক্টোবর) লাস ভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পেন্স। পরে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের দলের এ নেতা লিখেছেন, আমরা সবাই জানতাম, কঠিন লড়াই হবে। কিন্তু আমার কোনো অনুশোচনা নেই।

নভেম্বরে বাইডেন-শি বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র-চীন

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কূটনীতিক যোগাযোগ স্থাপনের পর ওয়াং যুক্তরাষ্ট্র সফরে আসেন, যা দুই নেতার মুখোমুখি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী মাসে সানফ্রানসিসকোয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবার ২০০ কোটি রুপি চেয়ে মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আবারও হত্যার হুমকি পেলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ২০০ কোটি রুপি দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হত্যার হুমকির বার্তা পেলেন মুকেশ। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) ২০ কোটি রুপি দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে।

হারিকেন ওটিসের তাণ্ডব, মেক্সিকোয় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

হারিকেন ওটিসের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুলকো। স্থানীয় সরকার জানিয়েছে, প্রলয়ঙ্কারী এই ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে। সেসময় জলোচ্ছ্বাসের পাশাপাশি তীব্র বাতাসে অনেক বাড়ির ছাদ উড়ে যায়। পানিতে ডুবে যায় বহু যানবাহন।