যশোরের শার্শায় ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২১সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে মো. হাসান (১৯) এবং একই গ্রামের রিজাউল হকের ছেলে মাসুদ রানা (১৯)। তারা একে অপরের বন্ধু।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিমের মা অসুস্থতার কারণে যশোরে চিকিৎসাধীন। বাড়ি ফাঁকা থাকার সুবাদে ভিকটিম তার বয়ফ্রেন্ড মো. হাসানকে মোবাইলে কল করে তার বাড়িতে আসতে বলে। হাসান তার বন্ধু মাসুদ রানাকে সংগে নিয়ে ভিকটিমের বাড়িতে যায়।
ভিকটিম ও তার বয়ফ্রেন্ড হাসান একসঙ্গে তার ঘরের ভিতর থাকাকালে স্থানীয় কন্দপপুর গ্রামের মো. নাসিম(২৮), পিতা- মো. জাহান আলী, নুরুজ্জামান (২৭), পিতা- নিজাম চৌকিদার, মো. সাকিব (২৮), পিতা- মো. ফটিকসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ভিকটিমের বাড়িতে ঢুকে তাদের দুইজনকে আটক করে পাশাপাশি বসিয়ে ভিডিও ধারণ করে।
এক পর্যায়ে হাসানকে তারা মারধর করে আটকে রাখে। এরপর ঐ তিনজন আটক হাসান ও মাসুদকে ভিকটিমের পরিবারের নিকট দিয়ে বলে এরা রাতে তোমাদের মেয়ের ঘরে আসছিল আমরা ধরেছি।
পরবর্তীতে গোড়পাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের নিকট থেকে আটক হাসান ও মাসুদকে শার্শা থানায় নিয়ে যায়। বর্তমানে তারা শার্শা থানা জেল হাজতে আছে।
এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, আটক ব্যক্তিদের নামে একটি ধর্ষণের অভিযোগ হয়েছে। ভিকটিম থানা পুলিশের হেফাজতে আছে। তাকে মেডিকেল টেস্টের জন্য যশোরে পাঠানো হয়েছে।
Leave a Reply