০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রুশ তেল উৎপাদনকারী লুকঅয়েলের প্রধানের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • 17

মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি লুকঅয়েলের চেয়ারম্যান রাভিল ম্যাগানোভ মারা গেছেন। বৃহস্পতিবার এই ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল দুটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। দেশটিতে প্রায়ই ব্যবসায়ীদের ব্যাখ্যাতীত মৃত্যুর ঘটনা ঘটছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন রুশ তেল উৎপাদনকারী এই কোম্পানির প্রধান।

৬৭ বছর বয়সী রাশিয়ান এই ব্যবসায়ীর মৃত্যুর তথ্য কয়েকটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম। তবে কী ধরনের পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সেটি পরিষ্কার নয়।
ম্যাগানোভকে চিনতেন এমন দুই ব্যক্তি রয়টার্সকে বলেছেন, ম্যাগানোভের আত্মহত্যার সম্ভাবনা খুবই কম বলে তাদের বিশ্বাস। এদিকে, কোম্পানির ঘনিষ্ঠ অপর একটি সূত্র বলেছে, লুকঅয়েলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধারণা করছে, তিনি হয়তো আত্মহত্যা করেছেন। কিন্তু তার আত্মহত্যার কোনও প্রমাণ বা আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে এই সূত্র।

রুশ এই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে মস্কো পুলিশ দেশটির সরকারি তদন্ত কমিটিকে এই প্রশ্ন করতে বলেছে। তবে তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।লুকঅয়েল এক বিবৃতিতে বলেছে, কোম্পানির চেয়ারম্যান ম্যাগানোভ গুরুতর অসুস্থতার কারণে মারা গেছেন। লুকঅয়েলের হাজার হাজার কর্মী মর্মান্তিক এই ক্ষতির জন্য গভীর শোক ও রাভিল ম্যাগানোভের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।’

গত মার্চে ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিল লুকঅয়েলের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ইউক্রেন ট্র্যাজেডির ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানায় এই কোম্পানি।

গত কয়েক মাসে রাশিয়ার জ্বালানি শিল্পের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী এ ধরনের রহস্যজনক পরিস্থিতিতে আকস্মিকভাবে মারা গেছেন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সৈন্য পাঠানোর কয়েক দিন পর গ্যাজপ্রোমের নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার তিউলাকভকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেন্ট পিটার্সবার্গে নিজ বাসার গ্যারেজে তার মরদেহ পড়ে ছিল।

পরে এপ্রিলে স্পেনের একটি ভিলায় রাশিয়ার বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি নোভাটেকের সাবেক শীর্ষ ব্যবস্থাপক সের্গেই প্রোটোসেনিয়া, তার স্ত্রী ও কন্যার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তকারী কাতালানের আঞ্চলিক পুলিশ বলেছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর প্রোটোসেনিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তারা।

গত মে মাসে মস্কোর বাইরে নিজ বাড়ি থেকে লুকঅয়েলের সাবেক ব্যবস্থাপক আলকেজান্ডার সাবোতিনের মরদেহ উদ্ধার করা হয়। একই মাসে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, গ্যাজপ্রোমের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ভ্লাদিস্লাভ আভাইয়েভকে তার মস্কোর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। একই বাসা থেকে তার স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানির যাত্রা শুরুর সময় ১৯৯৩ সাল থেকে লুকঅয়েলে কাজ করে আসছিলেন ম্যাগানোভ। তিনি এই কোম্পানির পরিশোধন, উৎপাদন এবং অনুসন্ধান কাজের তদারকি করতেন। পরে ২০২০ সালে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। তার ভাই নাইলও বর্তমানে রাশিয়ার মাঝারি আকারের তেল উৎপাদনকারী কোম্পানি ট্যাটনেফটের প্রধানের দায়িত্ব পালন করছেন। সূত্র: রয়টার্স।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রুশ তেল উৎপাদনকারী লুকঅয়েলের প্রধানের মৃত্যু

Update Time : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি লুকঅয়েলের চেয়ারম্যান রাভিল ম্যাগানোভ মারা গেছেন। বৃহস্পতিবার এই ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল দুটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। দেশটিতে প্রায়ই ব্যবসায়ীদের ব্যাখ্যাতীত মৃত্যুর ঘটনা ঘটছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন রুশ তেল উৎপাদনকারী এই কোম্পানির প্রধান।

৬৭ বছর বয়সী রাশিয়ান এই ব্যবসায়ীর মৃত্যুর তথ্য কয়েকটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম। তবে কী ধরনের পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সেটি পরিষ্কার নয়।
ম্যাগানোভকে চিনতেন এমন দুই ব্যক্তি রয়টার্সকে বলেছেন, ম্যাগানোভের আত্মহত্যার সম্ভাবনা খুবই কম বলে তাদের বিশ্বাস। এদিকে, কোম্পানির ঘনিষ্ঠ অপর একটি সূত্র বলেছে, লুকঅয়েলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধারণা করছে, তিনি হয়তো আত্মহত্যা করেছেন। কিন্তু তার আত্মহত্যার কোনও প্রমাণ বা আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে এই সূত্র।

রুশ এই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে মস্কো পুলিশ দেশটির সরকারি তদন্ত কমিটিকে এই প্রশ্ন করতে বলেছে। তবে তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।লুকঅয়েল এক বিবৃতিতে বলেছে, কোম্পানির চেয়ারম্যান ম্যাগানোভ গুরুতর অসুস্থতার কারণে মারা গেছেন। লুকঅয়েলের হাজার হাজার কর্মী মর্মান্তিক এই ক্ষতির জন্য গভীর শোক ও রাভিল ম্যাগানোভের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।’

গত মার্চে ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিল লুকঅয়েলের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ইউক্রেন ট্র্যাজেডির ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানায় এই কোম্পানি।

গত কয়েক মাসে রাশিয়ার জ্বালানি শিল্পের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী এ ধরনের রহস্যজনক পরিস্থিতিতে আকস্মিকভাবে মারা গেছেন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সৈন্য পাঠানোর কয়েক দিন পর গ্যাজপ্রোমের নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার তিউলাকভকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেন্ট পিটার্সবার্গে নিজ বাসার গ্যারেজে তার মরদেহ পড়ে ছিল।

পরে এপ্রিলে স্পেনের একটি ভিলায় রাশিয়ার বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি নোভাটেকের সাবেক শীর্ষ ব্যবস্থাপক সের্গেই প্রোটোসেনিয়া, তার স্ত্রী ও কন্যার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তকারী কাতালানের আঞ্চলিক পুলিশ বলেছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর প্রোটোসেনিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তারা।

গত মে মাসে মস্কোর বাইরে নিজ বাড়ি থেকে লুকঅয়েলের সাবেক ব্যবস্থাপক আলকেজান্ডার সাবোতিনের মরদেহ উদ্ধার করা হয়। একই মাসে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, গ্যাজপ্রোমের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ভ্লাদিস্লাভ আভাইয়েভকে তার মস্কোর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। একই বাসা থেকে তার স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানির যাত্রা শুরুর সময় ১৯৯৩ সাল থেকে লুকঅয়েলে কাজ করে আসছিলেন ম্যাগানোভ। তিনি এই কোম্পানির পরিশোধন, উৎপাদন এবং অনুসন্ধান কাজের তদারকি করতেন। পরে ২০২০ সালে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। তার ভাই নাইলও বর্তমানে রাশিয়ার মাঝারি আকারের তেল উৎপাদনকারী কোম্পানি ট্যাটনেফটের প্রধানের দায়িত্ব পালন করছেন। সূত্র: রয়টার্স।