যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত সহকারী স্বাস্থ্য সচিব হিসেবে শপথ নিলেন রূপান্তরিত লিঙ্গের (ট্রান্সজেন্ডার) একজন।
মার্কিন জনস্বাস্থ্য সেবা বিভাগের চার তারকা অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পাওয়া প্রথম এই ট্রান্সজেন্ডার হলেন ৬৩ বছর বয়সী ডা. র্যাচেল লেভিন।
প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ‘চার তারকা’ কর্মকর্তা হিসেবে তিনি নিযুক্ত হলেন জনস্বাস্থ্য সেবা বিভাগে।
মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে লেভিন বলেন এটি একটি স্মরণীয় এবং ঐতিহাসিক ঘটনা।
ড. লেভিন হার্ভার্ড কলেজ এবং টুল্যান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে স্নাতক করেছেন। এর পর বেশ কিছুদিন শিশু বিশেষজ্ঞ ছিলেন।
এছাড়া তিনি পেনসিলভানিয়ার চিকিৎসক জেনারেল এবং রাজ্যের স্বাস্থ্য সচিব হিসাবেও কাজ করেছেন।
মার্কিন জনস্বাস্থ্য সেবা বিভাগে প্রায় ছয় হাজার পোশাকধারী কর্মকর্তা আছেন। যারা যেকোনও দুর্যোগ কিংবা স্বাস্থ্য সংকটে কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
এই বহরে ড. লেভিনের নিয়োগকে একটি বিশাল পদক্ষেপ হিসেবে দেখছেন দেশটির স্বাস্থ্য সচিব জেভিয়ার বেসেরা।
তিনি বলেন, “এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র জাতি হিসেবে সমতার দিকে এগিয়ে গেল।”
গেল মার্চে সিনেট ভোটের মাধ্যমে লেভিন সহকারী স্বাস্থ্য সচিব হিসেবে নির্বাচিত হন।
সূত্র: বিবিসি
Leave a Reply