নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে অজ্ঞাত নামা প্রতিবন্ধী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার কল্যান্দি এলাকা থেকে লাশ উদ্ধার করে। শিশুটির আনুমানিক বয়স ৮-১০ বছর।
বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সকালে এলাকবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশের অভিযান চলছে। হয়ত রাতে কে বা কারা হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে।