1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
ই-নামজারিতে কিউআর কোড, ডিসিআর-খতিয়ানে লাগবে না স্বাক্ষর | JoyBD24
বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

ই-নামজারিতে কিউআর কোড, ডিসিআর-খতিয়ানে লাগবে না স্বাক্ষর

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২

ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআরের নতুন ফরমেটে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। কিউআর কোডযুক্ত ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট) ও খতিয়ানে সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল স্বাক্ষরের (সরাসরি হাতে দেয়া বা স্ক্যান/ছবি তুলে সংযুক্ত) প্রয়োজন নেই।

শনিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ভূমিসেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সব সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে। এরই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআরের নতুন ফরমেটে কিউআর কোড যুক্ত করা হয়েছে।

কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে দেয়া ডিসিআর ও খতিয়ানের মতোই। এটি আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারোপযোগী। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ান-এর নমুনা

কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ান-এর নমুনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো বা সরাসরি ই-নামজারি ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড স্ক্যান করে কোডযুক্ত অনলাইন ডিসিআর এবং কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ানের বৈধতা সহজেই যাচাই করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24