২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ব্রিটেনে বসবাসের জন্য ইউরোপ থেকে এসেছিলেন, তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সময়সীমা ধরে দেওয়া হয়েছিল ৩০ জুন পর্যন্ত।
বুধবার (২৩ জুন) বিবিসির খবরে বলা হয়, ৩০ জুনের মধ্যে যদি কেউ আবেদন করতে ব্যর্থহন, তাদেরকে ২৮ দিনের নোটিশ দেয়া হবে। এই সময়ের পরে যদি কেউ আবেদন করেন তবে তাকে হোম অফিসে এর কারণ ব্যাখা করতে হবে।
এই ঘোষণা আসল যখন আর এক সপ্তাহ সময় রয়েছে ব্রিটেনে স্থায়ী হতে আবেদনের।
এ পর্যন্ত ৫.৬ মিলিয়ন ইউরোপিয় নাগরিক ব্রিটেনে স্থায়ী হতে আবেদন করেছেন। তাদের মধ্যে প্রায় ৪ লাখ আবেদন এখনো নিস্পত্তি করা হয়নি। সবচেয়ে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে পোল্যান্ড ও রোমানিয়ার নাগরিকদের।