০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • 16

নরসিংদীতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদী মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার মতি মিয়ার প্রজেক্টের পাশে কালভার্টের উপর থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি কাটার, দুটি রামদা, একটি লোহার পাইপ, একটি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন—নরসিংদীর মাধবদী থানাধীন সাগরদী গ্রামের মো. ইব্রাহিম (৪০), ডৌকাদি গ্রামের মো. ইউনুস (৩৫), নরসিংদী শহরের বানিয়াছল এলাকার মো. রুবেল (২৩), মাধবদী থানার বালাপুর গ্রামের মো. আইয়ুব (২৫), বিরামপুর গ্রামের মো. শাহিন (৩৭), সাগরদী গ্রামের শফিকুল ইসলাম বাদল (৪০), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালমদী গ্রামের মো. শাহীন (২৩) ও যশোরের কোতোয়ালি থানার সাজেয়ালী গ্রামের মো. জাহাঙ্গীর (৪০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও মাধবদী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের নামে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ঢাকার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলেও জানান তিনি ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

Update Time : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

নরসিংদীতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদী মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার মতি মিয়ার প্রজেক্টের পাশে কালভার্টের উপর থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি কাটার, দুটি রামদা, একটি লোহার পাইপ, একটি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন—নরসিংদীর মাধবদী থানাধীন সাগরদী গ্রামের মো. ইব্রাহিম (৪০), ডৌকাদি গ্রামের মো. ইউনুস (৩৫), নরসিংদী শহরের বানিয়াছল এলাকার মো. রুবেল (২৩), মাধবদী থানার বালাপুর গ্রামের মো. আইয়ুব (২৫), বিরামপুর গ্রামের মো. শাহিন (৩৭), সাগরদী গ্রামের শফিকুল ইসলাম বাদল (৪০), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালমদী গ্রামের মো. শাহীন (২৩) ও যশোরের কোতোয়ালি থানার সাজেয়ালী গ্রামের মো. জাহাঙ্গীর (৪০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও মাধবদী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের নামে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ঢাকার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলেও জানান তিনি ।