১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে চীন

রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাত ১ টা ৫৫ মিনিটে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং আফ্রিকা যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রা বিরতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার সথে ঘন্টাব্যাপী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং চীনে বাংলাদেশী পণ্যের ৯৭ভাগ শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল।

কিন্তু দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ঘোষণা দিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

পদ্মাসেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে, চীনের সাথে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের করা চুক্তিগুলি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বলে জানান আবদুল মোমেন।

বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট সি পিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হয়েছিল। কিন্তু সবগুলো এখনও বাস্তবায়ন হয়নি।

সেই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করার কথা থাকলেও ঢাকায় এক ঘণ্টারও কম সময় অবস্থান করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

জ্বালানি সংগ্রহ শেষে রাত ২টা ৫০ মিনিটে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দর ত্যাগ করে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে চীন

Update Time : ০৫:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাত ১ টা ৫৫ মিনিটে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং আফ্রিকা যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রা বিরতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার সথে ঘন্টাব্যাপী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং চীনে বাংলাদেশী পণ্যের ৯৭ভাগ শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল।

কিন্তু দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ঘোষণা দিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

পদ্মাসেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে, চীনের সাথে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের করা চুক্তিগুলি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বলে জানান আবদুল মোমেন।

বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট সি পিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হয়েছিল। কিন্তু সবগুলো এখনও বাস্তবায়ন হয়নি।

সেই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করার কথা থাকলেও ঢাকায় এক ঘণ্টারও কম সময় অবস্থান করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

জ্বালানি সংগ্রহ শেষে রাত ২টা ৫০ মিনিটে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দর ত্যাগ করে।