০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজাপাকসের দেশ ছেড়ে পালানো ঠেকালেন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা।

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • 22

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পালানো ঠেকানোর পর এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানো ঠেকালেন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন অভিবাসন কর্মকর্তারা। খবর এনডিটিভি

অভিবাসন কর্মকর্তারা বলেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষ স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ বিমানবন্দরে আসেন।

এএফপির খবরে বলা হয়, আজ মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুইটে অপেক্ষা করেন। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য অভিবাসন কর্মকর্তাদের ভিআইপি স্যুইটে যেতে বলা হয়। কিন্তু তখন তারা পাসপোর্টে সিল মারতে অস্বীকার করেন।  বর্তমানে প্রেসিডেন্ট গোতাবায়া কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন সাবেক অর্থমন্ত্রী  বাসিল। কিন্তু সেখানে থাকা লোকজন তাকে চিনে ফেলেন এবং অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন।  পরবর্তীতে বাসিল রাজাপাকসে বিমানবন্দর ত্যাগ করে কোথায় চলে যান সে সম্পর্কে কিছু জানা যায়নি।  এদিকে রাজাপাকসের পরিবারের কোনো নেতা যেন দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য তল্লাশিচৌকিতে অবস্থান করেছে বিক্ষোভকারীরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজাপাকসের দেশ ছেড়ে পালানো ঠেকালেন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা।

Update Time : ১০:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পালানো ঠেকানোর পর এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানো ঠেকালেন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন অভিবাসন কর্মকর্তারা। খবর এনডিটিভি

অভিবাসন কর্মকর্তারা বলেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষ স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ বিমানবন্দরে আসেন।

এএফপির খবরে বলা হয়, আজ মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুইটে অপেক্ষা করেন। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য অভিবাসন কর্মকর্তাদের ভিআইপি স্যুইটে যেতে বলা হয়। কিন্তু তখন তারা পাসপোর্টে সিল মারতে অস্বীকার করেন।  বর্তমানে প্রেসিডেন্ট গোতাবায়া কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন সাবেক অর্থমন্ত্রী  বাসিল। কিন্তু সেখানে থাকা লোকজন তাকে চিনে ফেলেন এবং অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন।  পরবর্তীতে বাসিল রাজাপাকসে বিমানবন্দর ত্যাগ করে কোথায় চলে যান সে সম্পর্কে কিছু জানা যায়নি।  এদিকে রাজাপাকসের পরিবারের কোনো নেতা যেন দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য তল্লাশিচৌকিতে অবস্থান করেছে বিক্ষোভকারীরা।