০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • 20

বাংলাদেশের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে সংক্ষিপ্ত ভিডিও তৈরির জনপ্রিয় মাধ্যম টিকটক। এ নিয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।বাংলাদেশের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

মন্ত্রী লেখেন, ‘টিকটক কথা শুনতে শুরু করেছে।’ ওই পোস্টের সঙ্গে একটি স্ক্রিনশটও দিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী। যেখানে দেখা যায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে টিকটক বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে টিকটক। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি ভিডিও সরানো হয়েছে।

এর মধ্যে স্ব–উদ্যোগী হয়ে টিকটক ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।

প্রসঙ্গত, ভিডিও সরিয়ে নেয়ার শীর্ষ ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

Update Time : ১০:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

বাংলাদেশের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে সংক্ষিপ্ত ভিডিও তৈরির জনপ্রিয় মাধ্যম টিকটক। এ নিয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।বাংলাদেশের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

মন্ত্রী লেখেন, ‘টিকটক কথা শুনতে শুরু করেছে।’ ওই পোস্টের সঙ্গে একটি স্ক্রিনশটও দিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী। যেখানে দেখা যায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে টিকটক বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে টিকটক। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি ভিডিও সরানো হয়েছে।

এর মধ্যে স্ব–উদ্যোগী হয়ে টিকটক ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।

প্রসঙ্গত, ভিডিও সরিয়ে নেয়ার শীর্ষ ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া