০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ’র রাজ‌নৈ‌তিক বিপর্যয়, স‌রে গে‌লেন তার ঘ‌নিষ্ঠ সহচর।

  • Reporter Name
  • Update Time : ১২:২১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • 29

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ’র জন্য শক্ত আঘাত : তার কাছের একজন তার জাহাজ থেকে নেমে গেছে …….

Monsieur le Coronavirus নামে খ্যাত Jérôme Saloman ফ্রান্সের প্রায় সব বাংলাদেশিই চিনে। কারণ করোনা ভাইরাসের প্রথম সুনামীর সময় অর্থাৎ ফেব্রুয়ারী – মার্চ ২০২০ এ স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালক প্রতিদিন সন্ধ্যা আট টায় টিভির সামনে সংবাদ সন্মেলনের মাধ্যমে করোনা ভাইরাসের উপর পরিসংখ্যান দিতেন। Monsieur le Coronavirus ছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এর খুব কাছের লোক। প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনী প্রচারিভিযানে তিনি খুবই উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করেছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালক পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। Jérôme Saloman জায়গায় অন্য একজন না আসা পর্যন্ত, তিনি এই পদেই থাকবেন। স্বাস্থ্যমন্ত্রী Olivier Veron তার এই সিদ্ধা‌ন্তে সন্তুষ্ট নয়। এমনিতেই তাদের দুইজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না।
তবে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এর জন্য এটি একটি শক্ত আঘাত। তার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালকের সম্পর্ক খুবই ভালো ছিল। বিভিন্ন সূত্র থেকে পাওয়া leparistheke. com জানতে পারে যে কয়জন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেন তার মধ্যে Jérôme Saloman একজন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ২০১৮ সালের ৮ ই জানুয়ারি তাকে প্রেসিডেন্ট এই পদে অধিষ্ঠিত করেন। সরকারের সাথে তার প্রথম দূরত্বের সৃষ্টি হয় মাস্কের স্টক নিয়ে। এরপর রোগীদের বিভিন্ন অঞ্চলের এমনকি ফ্রান্সের বাইরের হাসপাতালে ট্রান্সফার নিয়ে দ্বন্দ চরম আকার ধারণ করে। এই দ্বন্দ আরো গভীরে যাওয়ার আগে Jérôme Saloman স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালক তার পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ’র রাজ‌নৈ‌তিক বিপর্যয়, স‌রে গে‌লেন তার ঘ‌নিষ্ঠ সহচর।

Update Time : ১২:২১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ’র জন্য শক্ত আঘাত : তার কাছের একজন তার জাহাজ থেকে নেমে গেছে …….

Monsieur le Coronavirus নামে খ্যাত Jérôme Saloman ফ্রান্সের প্রায় সব বাংলাদেশিই চিনে। কারণ করোনা ভাইরাসের প্রথম সুনামীর সময় অর্থাৎ ফেব্রুয়ারী – মার্চ ২০২০ এ স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালক প্রতিদিন সন্ধ্যা আট টায় টিভির সামনে সংবাদ সন্মেলনের মাধ্যমে করোনা ভাইরাসের উপর পরিসংখ্যান দিতেন। Monsieur le Coronavirus ছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এর খুব কাছের লোক। প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনী প্রচারিভিযানে তিনি খুবই উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করেছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালক পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। Jérôme Saloman জায়গায় অন্য একজন না আসা পর্যন্ত, তিনি এই পদেই থাকবেন। স্বাস্থ্যমন্ত্রী Olivier Veron তার এই সিদ্ধা‌ন্তে সন্তুষ্ট নয়। এমনিতেই তাদের দুইজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না।
তবে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এর জন্য এটি একটি শক্ত আঘাত। তার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালকের সম্পর্ক খুবই ভালো ছিল। বিভিন্ন সূত্র থেকে পাওয়া leparistheke. com জানতে পারে যে কয়জন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেন তার মধ্যে Jérôme Saloman একজন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ২০১৮ সালের ৮ ই জানুয়ারি তাকে প্রেসিডেন্ট এই পদে অধিষ্ঠিত করেন। সরকারের সাথে তার প্রথম দূরত্বের সৃষ্টি হয় মাস্কের স্টক নিয়ে। এরপর রোগীদের বিভিন্ন অঞ্চলের এমনকি ফ্রান্সের বাইরের হাসপাতালে ট্রান্সফার নিয়ে দ্বন্দ চরম আকার ধারণ করে। এই দ্বন্দ আরো গভীরে যাওয়ার আগে Jérôme Saloman স্বাস্থ্য অধিদপ্তরের এই মহা পরিচালক তার পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন।