০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ডিভোর্সি নারীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • 18

ফরিদপুরের সালথায় প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে গিয়ে তালাকপ্রাপ্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় জাকির হোসেন লিটন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক জানান, থানায় দায়েরকৃত ওই মামলার আসামি লিটনকে ঢাকার রমনা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার লিটন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামের মো. হারুন শেখের ছেলে। কাগদী বাজারে তার টিনের দোকান রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আনিসুর রহমান জানান, গত ২২ আগস্ট একজন তালাকপ্রাপ্তা নারী ধর্ষণের অভিযাগে জাকির হোসেন লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে জাকির পালাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী বিবাহিত ওই নারীর তালাক হওয়ার পর জাকির হোসেন লিটনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাকির তাকে বিয়ের প্রলাভন দেখিয়েছিল এবং মাঝেমধ্যেই তাকে নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যেতেন।

তিনি অভিযোগ করেন, গত ১৫ আগস্ট সকাল ১১টার দিকে সালথা বাজারে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সঙ্গে দেখা হয়। এ সময় তাকে ফুসলিয়ে কাগদী গ্রামে একটি দোতলা বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করে। তিনি এতে অসুস্থ হয়ে পড়লে জাকির কৌশলে তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রেমের ফাঁদে ডিভোর্সি নারীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৯:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের সালথায় প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে গিয়ে তালাকপ্রাপ্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় জাকির হোসেন লিটন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক জানান, থানায় দায়েরকৃত ওই মামলার আসামি লিটনকে ঢাকার রমনা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার লিটন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামের মো. হারুন শেখের ছেলে। কাগদী বাজারে তার টিনের দোকান রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আনিসুর রহমান জানান, গত ২২ আগস্ট একজন তালাকপ্রাপ্তা নারী ধর্ষণের অভিযাগে জাকির হোসেন লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে জাকির পালাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী বিবাহিত ওই নারীর তালাক হওয়ার পর জাকির হোসেন লিটনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাকির তাকে বিয়ের প্রলাভন দেখিয়েছিল এবং মাঝেমধ্যেই তাকে নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যেতেন।

তিনি অভিযোগ করেন, গত ১৫ আগস্ট সকাল ১১টার দিকে সালথা বাজারে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সঙ্গে দেখা হয়। এ সময় তাকে ফুসলিয়ে কাগদী গ্রামে একটি দোতলা বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করে। তিনি এতে অসুস্থ হয়ে পড়লে জাকির কৌশলে তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।