০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পরকিয়ার জেরে শিশুকে শ্বাসরোধে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 16

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকিয়ার জেরে তাওসিফ নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও কথিত সৎ বাবার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তার মাকে আটক করলেও পালিয়ে যায় সৎ বাবা জুলহাস।  বুধবার সকালে উপজেলার শিমুলিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে পাইস্কা এলাকার জামাল উদ্দিনের ছেলে ও জনতা প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর বাবা জামাল উদ্দিন ও চাচা জানান, ২০০৮ সালে পাইস্কা এলাকার আব্দুর রহমানের মেয়ে শিলা আক্তারকে বিয়ে করেন জামাল। তাদের সংসারে তৌসিফ নামে এক ছেলে সন্তান জন্ম নেয়। গত এক বছর আগে তার স্ত্রী বোনের স্বামী জুলহাস সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। নিজের ছেলেকে কাছে রাখতে চাইলেও সাবেক স্ত্রী তার কাছেই রাখেন। তার সৎ বাবা ও মা মিলে তাওসিফকে শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন সময় নির্যাতন করতো। ধারণা করা হচ্ছে সৎ বাবা ও মা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলার অভিযোগ দিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরকিয়ার জেরে শিশুকে শ্বাসরোধে হত্যা

Update Time : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকিয়ার জেরে তাওসিফ নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও কথিত সৎ বাবার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তার মাকে আটক করলেও পালিয়ে যায় সৎ বাবা জুলহাস।  বুধবার সকালে উপজেলার শিমুলিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে পাইস্কা এলাকার জামাল উদ্দিনের ছেলে ও জনতা প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর বাবা জামাল উদ্দিন ও চাচা জানান, ২০০৮ সালে পাইস্কা এলাকার আব্দুর রহমানের মেয়ে শিলা আক্তারকে বিয়ে করেন জামাল। তাদের সংসারে তৌসিফ নামে এক ছেলে সন্তান জন্ম নেয়। গত এক বছর আগে তার স্ত্রী বোনের স্বামী জুলহাস সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। নিজের ছেলেকে কাছে রাখতে চাইলেও সাবেক স্ত্রী তার কাছেই রাখেন। তার সৎ বাবা ও মা মিলে তাওসিফকে শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন সময় নির্যাতন করতো। ধারণা করা হচ্ছে সৎ বাবা ও মা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলার অভিযোগ দিয়েছেন।