০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • 17

নওগাঁর পত্নীতলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন চক্রের তিন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এই তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী, গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন ও পাবনা জেলার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় কনভার্টের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এসময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, ৫টি সিম, ২টি ল্যাপটপ, ৫টি মাউস, ৫টি কী-বোর্ড, ১৫টি ক্যাবল, ১টি ব্যাংক চেক, ১টি স্ট্যাম্প, নগদ ৫৮০ টাকা ও ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নওগাঁয় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Update Time : ০৫:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

নওগাঁর পত্নীতলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন চক্রের তিন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এই তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী, গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন ও পাবনা জেলার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় কনভার্টের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এসময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, ৫টি সিম, ২টি ল্যাপটপ, ৫টি মাউস, ৫টি কী-বোর্ড, ১৫টি ক্যাবল, ১টি ব্যাংক চেক, ১টি স্ট্যাম্প, নগদ ৫৮০ টাকা ও ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।