১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের বিচার না হলে প্র‌তি‌শোধ নে‌বে ইরান।

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • 21

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাসেম সোলাইমানিকে হত্যা করা প্রশ্নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তেহরান এ কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।

রাইসি বলেন, “আক্রমণকারী ও প্রধান গুপ্তঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হবে।”

তিনি আরো বলেন, “ট্রাম্প, পম্পেও (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে। অন্যথায়, আমি সকল মার্কিন নেতাকে বলবো যে মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।”

সপ্তাহব্যাপী স্মরণসভা চলাকালে সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইরানের প্রধান অনুষ্ঠান তেহরানের বৃহত্তম প্রার্থনা হলে হাজার হাজার মানুষের সামনে রাইসি বক্তব্য দেয়ার সময় এ প্রতিশোধ গ্রহণের কথা বলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায় এ স্মরণসভায় অংশ নেয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রাম্পের বিচার না হলে প্র‌তি‌শোধ নে‌বে ইরান।

Update Time : ০৩:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাসেম সোলাইমানিকে হত্যা করা প্রশ্নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তেহরান এ কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।

রাইসি বলেন, “আক্রমণকারী ও প্রধান গুপ্তঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হবে।”

তিনি আরো বলেন, “ট্রাম্প, পম্পেও (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে। অন্যথায়, আমি সকল মার্কিন নেতাকে বলবো যে মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।”

সপ্তাহব্যাপী স্মরণসভা চলাকালে সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইরানের প্রধান অনুষ্ঠান তেহরানের বৃহত্তম প্রার্থনা হলে হাজার হাজার মানুষের সামনে রাইসি বক্তব্য দেয়ার সময় এ প্রতিশোধ গ্রহণের কথা বলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায় এ স্মরণসভায় অংশ নেয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন।