০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে এনএসআই সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • 19

গ্রেপ্তারের ভয় দেখিয়ে অটোরিকশা চালক থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় আটক হয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যসহ ২ জন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল কালিহাতি থানার ছুটুনিয়া গ্রামের মনির হোসেন তালুকদার (২৮)। তিনি গাজীপুর জেলায় এনএসআই সদস্য হিসাবে কর্মরত ছিলেন। আরেকজন একই জেলার দেলদুয়ার থানার গড়াসিন গ্রামের সজীব সরকার (২৭)। তিনি গাজীপুর জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) আটককৃতদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন থানায় মামলা করেন ওই ভুক্তভোগী অটোরিকশা চালক।

পুলিশ ও মামলার এজহারসূত্রে জানা যায়, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর চৌরাস্তা অটোরিকশা চালাচ্ছিলেন ভুক্তভোগী ওই চালক। অটোরিকশাটি স্থানীয় ওডেসা গার্মেন্টসের সামনে পৌঁছলে আসামি এনএসআই সদস্য তার পথরোধ করে। রিকশায় অবৈধ জিনিস আছে বলে ভয়ভীতি ও চড়থাপ্পড় মারে।

পরে মামলার ভয় দেখিয়ে অটোরিকশা চালকের পকেট থেকে ৬১০ এবং রিকশায় থাকা আরেকজন থেকে ৩ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় ওই রিকশাচালক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় উপস্থিত লোকজন তাদের পরিচয় জানতে চাইলে আসামি মনির হোসেন নিজেকে পুলিশ পরিচয় দেন। পরে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আসামিদের থেকে টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মালেক খসরু জানান, তাদের বিরুদ্ধে ভুক্তভোগী অটোরিকশা চালক মামলা করেন। পরে তাদেরকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত একজন এনএসআই সদস্য।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চাঁদাবাজির অভিযোগে এনএসআই সদস্য আটক

Update Time : ০১:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

গ্রেপ্তারের ভয় দেখিয়ে অটোরিকশা চালক থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় আটক হয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যসহ ২ জন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল কালিহাতি থানার ছুটুনিয়া গ্রামের মনির হোসেন তালুকদার (২৮)। তিনি গাজীপুর জেলায় এনএসআই সদস্য হিসাবে কর্মরত ছিলেন। আরেকজন একই জেলার দেলদুয়ার থানার গড়াসিন গ্রামের সজীব সরকার (২৭)। তিনি গাজীপুর জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) আটককৃতদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন থানায় মামলা করেন ওই ভুক্তভোগী অটোরিকশা চালক।

পুলিশ ও মামলার এজহারসূত্রে জানা যায়, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর চৌরাস্তা অটোরিকশা চালাচ্ছিলেন ভুক্তভোগী ওই চালক। অটোরিকশাটি স্থানীয় ওডেসা গার্মেন্টসের সামনে পৌঁছলে আসামি এনএসআই সদস্য তার পথরোধ করে। রিকশায় অবৈধ জিনিস আছে বলে ভয়ভীতি ও চড়থাপ্পড় মারে।

পরে মামলার ভয় দেখিয়ে অটোরিকশা চালকের পকেট থেকে ৬১০ এবং রিকশায় থাকা আরেকজন থেকে ৩ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় ওই রিকশাচালক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় উপস্থিত লোকজন তাদের পরিচয় জানতে চাইলে আসামি মনির হোসেন নিজেকে পুলিশ পরিচয় দেন। পরে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আসামিদের থেকে টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মালেক খসরু জানান, তাদের বিরুদ্ধে ভুক্তভোগী অটোরিকশা চালক মামলা করেন। পরে তাদেরকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত একজন এনএসআই সদস্য।