০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোনো পাতানো নির্বাচন হবে না: জয়নুল আবেদিন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • 30

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে বিএনপিসহ কোনো দলই অংশ নেবে না। তাই নির্বাচনের আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। সেই সাথে বিএনপির ১০ দফা দাবিসহ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বরগুনা টাউনহল মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় জয়নুল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে। খুব শিগগিরই তাদের এ দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের জনগণ তাদের এ দেশ থেকে বিতারিত করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খেলা হবে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন ৯টি খেলা তো হয়েছে, বিএনপির ১০ নম্বর খেলা শুরু হয়েছে, এই ১০ নম্বর খেলায়ও আমারা জিতে যাবো।

বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহশ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ—উজ—জামান মামুন মোল্লা।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালসহ বিএনপির ১০ দফা দাবি ও বিএনপি প্রণিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কোনো পাতানো নির্বাচন হবে না: জয়নুল আবেদিন

Update Time : ০৮:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে বিএনপিসহ কোনো দলই অংশ নেবে না। তাই নির্বাচনের আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। সেই সাথে বিএনপির ১০ দফা দাবিসহ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বরগুনা টাউনহল মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় জয়নুল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে। খুব শিগগিরই তাদের এ দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের জনগণ তাদের এ দেশ থেকে বিতারিত করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খেলা হবে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন ৯টি খেলা তো হয়েছে, বিএনপির ১০ নম্বর খেলা শুরু হয়েছে, এই ১০ নম্বর খেলায়ও আমারা জিতে যাবো।

বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহশ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ—উজ—জামান মামুন মোল্লা।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালসহ বিএনপির ১০ দফা দাবি ও বিএনপি প্রণিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।