০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘কোটি টাকার’ সম্পত্তি ১৫ লাখ টাকায় না দেওয়ায় নির্যাতনের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • 11

টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে এক নারী ও তাঁর পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মৌসুমী মাহমুদা নামের টাঙ্গাইলের এক বাসিন্দা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি বলেছেন, টাঙ্গাইল–২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের মদদে আতিকুর রহমান মোর্শেদের অনুসারীরা তাঁর পরিবারের ওপর হামলা চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে মৌসুমীর সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ভুক্তভোগী নারী বলছেন, বর্তমানে আতিকুর রহমান মোর্শেদ গ্রেপ্তার আছেন। তবু তাঁর পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

মৌসুমী মাহমুদা বলেন, তিনি তাঁর পরিবারের একমাত্র সন্তান। ২০২০ সালে মায়ের দেওয়া বাড়ি বিক্রি করতে গিয়ে ঝামেলার সূত্রপাত হয়। সেই সময় আতিকুর রহমান মোর্শেদ বাড়ির জায়গা ১৫ লাখ টাকায় কিনে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সম্পদের বাজারমূল্য এক কোটি টাকার ওপরে হওয়ায় তাঁর কাছে বাড়ি বিক্রি করতে রাজি হননি তিনি। এরপর আতিকুর রহমান তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে শুরু করেন। পরে এই বিষয়ে পুলিশ সুপারের সহযোগিতায় থানায় মামলা করা হয়।

মৌসুমী বলেন, বাড়ি বিক্রির উদ্যোগ ও চাঁদা দাবির বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসানের কাছে গিয়ে প্রতিকার পাননি। বরং তাঁর নির্দেশে একাধিকবার হামলা করা হয়েছে। পরে আতিকুর রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাঁর শক্তি আরও বেড়ে যায়।

ওই নারী আরও বলেন, সর্বশেষ চাঁদাবাজি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ার পর গত ২০ সেপ্টেম্বর সশস্ত্র হামলা চালিয়ে তিনি ও তাঁর মাকে গুরুতর আহত করা হয়।

সংবাদ সম্মেলনে মৌসুমী মাহমুদা বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, আমাদের ওপর হামলাকারী সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আমরা আমাদের জমি বিক্রি করে ঢাকায় নিরাপদে চলে আসতে চাই।’

অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন মৌসুমী।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘কোটি টাকার’ সম্পত্তি ১৫ লাখ টাকায় না দেওয়ায় নির্যাতনের অভিযোগ

Update Time : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে এক নারী ও তাঁর পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মৌসুমী মাহমুদা নামের টাঙ্গাইলের এক বাসিন্দা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি বলেছেন, টাঙ্গাইল–২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের মদদে আতিকুর রহমান মোর্শেদের অনুসারীরা তাঁর পরিবারের ওপর হামলা চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে মৌসুমীর সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ভুক্তভোগী নারী বলছেন, বর্তমানে আতিকুর রহমান মোর্শেদ গ্রেপ্তার আছেন। তবু তাঁর পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

মৌসুমী মাহমুদা বলেন, তিনি তাঁর পরিবারের একমাত্র সন্তান। ২০২০ সালে মায়ের দেওয়া বাড়ি বিক্রি করতে গিয়ে ঝামেলার সূত্রপাত হয়। সেই সময় আতিকুর রহমান মোর্শেদ বাড়ির জায়গা ১৫ লাখ টাকায় কিনে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সম্পদের বাজারমূল্য এক কোটি টাকার ওপরে হওয়ায় তাঁর কাছে বাড়ি বিক্রি করতে রাজি হননি তিনি। এরপর আতিকুর রহমান তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে শুরু করেন। পরে এই বিষয়ে পুলিশ সুপারের সহযোগিতায় থানায় মামলা করা হয়।

মৌসুমী বলেন, বাড়ি বিক্রির উদ্যোগ ও চাঁদা দাবির বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসানের কাছে গিয়ে প্রতিকার পাননি। বরং তাঁর নির্দেশে একাধিকবার হামলা করা হয়েছে। পরে আতিকুর রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাঁর শক্তি আরও বেড়ে যায়।

ওই নারী আরও বলেন, সর্বশেষ চাঁদাবাজি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ার পর গত ২০ সেপ্টেম্বর সশস্ত্র হামলা চালিয়ে তিনি ও তাঁর মাকে গুরুতর আহত করা হয়।

সংবাদ সম্মেলনে মৌসুমী মাহমুদা বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, আমাদের ওপর হামলাকারী সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আমরা আমাদের জমি বিক্রি করে ঢাকায় নিরাপদে চলে আসতে চাই।’

অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন মৌসুমী।