০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোটি টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 18

কোটি টাকা মূল্যের জাল নোটসহ তিনজন জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মজিবুর রহমান, শাকিল রহমান ওরফে আ. রহমান ও রাসেল উদ্দীন ওরফে রাসেল সরদার।

হারুন অর রশীদ বলেন, ‘বুধবার দুপুরে তেজগাঁও শিল্লাঞ্চল থানার কুনিপাড়া এলাকায় তিনজন জাল নোটের কারবারি জাল নোট বিক্রয়ের জন্য অবস্থান করছেন, এমন তথ্য পায় ডিবি লালবাগ। পরে অভিযান চালিয়ে মজিবুর, শাকিল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ছয় লাখ টাকা মূল্যমানের জাল টাকা জব্দ করা হয়।’

হারুন জানান, গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৯৪ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, দুটি পারটেক্স বোর্ড, পাঁচটি ডাইসসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে হারুন অর রশীদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকের নামে একাধিক জাল টাকার মামলা রয়েছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তারা এই বিপুল জাল টাকা তৈরি করেছিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কোটি টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩

Update Time : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

কোটি টাকা মূল্যের জাল নোটসহ তিনজন জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মজিবুর রহমান, শাকিল রহমান ওরফে আ. রহমান ও রাসেল উদ্দীন ওরফে রাসেল সরদার।

হারুন অর রশীদ বলেন, ‘বুধবার দুপুরে তেজগাঁও শিল্লাঞ্চল থানার কুনিপাড়া এলাকায় তিনজন জাল নোটের কারবারি জাল নোট বিক্রয়ের জন্য অবস্থান করছেন, এমন তথ্য পায় ডিবি লালবাগ। পরে অভিযান চালিয়ে মজিবুর, শাকিল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ছয় লাখ টাকা মূল্যমানের জাল টাকা জব্দ করা হয়।’

হারুন জানান, গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৯৪ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, দুটি পারটেক্স বোর্ড, পাঁচটি ডাইসসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে হারুন অর রশীদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকের নামে একাধিক জাল টাকার মামলা রয়েছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তারা এই বিপুল জাল টাকা তৈরি করেছিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।’