১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • 35

কুমিল্লার মুরাদনগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলার বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে।

আসামি ছিনিয়ে নেয়া অভিযুক্ত শেখ জাকির বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান। পুলিশের হাতে আটক আসামি আকরাম হোসেন (৩২) ওই চেয়ারম্যানের ছোট ভাই ও বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল সাইদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয় ওই রাতেই। ঘটনার তদন্ত শেষে থানায় নিয়মিত মামলা রুজু হয় গত বৃহস্পতিবার বিকেলে। আজ সন্ধ্যা সাতটার দিকে আকরাম হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারেই তাকে পেয়ে যায় পুলিশ। তাকে আটক করে নিয়ে আসার সময় পথিমধ্যে লোকজন নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চায় চেয়ারম্যান জাকির হোসেন।

পুলিশের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতি করে ভাইকে সাথে থাকা লোকজনের সহায়তায় ছিনিয়ে নেন চেয়ারম্যান শেখ জাকির।

অভিযুক্ত চেয়ারম্যান শেখ জাকিরের কাছে এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার ছোট ভাই আকরামকে পুলিশ গ্রেফতার করে নেয়ার সময় ওয়ারেন্টের কপি দেখতে চাওয়ায় এক কনেস্টেবল আমার বুকে লাথি মারলে আমি মাটিতে লুটিয়ে পরি। এর পর উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পরে যায়। এর পরের ঘটনা আমি আর বলতে পারছি না।

বাঙ্গরা বাজার থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, চেয়ারম্যান শেখ জাকির সাহেবের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিল। এসআই রনি চৌধুরি তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ছিনিয়ে নেয়। আমরা ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় চালাচ্ছি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ

Update Time : ১০:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লার মুরাদনগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলার বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে।

আসামি ছিনিয়ে নেয়া অভিযুক্ত শেখ জাকির বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান। পুলিশের হাতে আটক আসামি আকরাম হোসেন (৩২) ওই চেয়ারম্যানের ছোট ভাই ও বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল সাইদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয় ওই রাতেই। ঘটনার তদন্ত শেষে থানায় নিয়মিত মামলা রুজু হয় গত বৃহস্পতিবার বিকেলে। আজ সন্ধ্যা সাতটার দিকে আকরাম হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারেই তাকে পেয়ে যায় পুলিশ। তাকে আটক করে নিয়ে আসার সময় পথিমধ্যে লোকজন নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চায় চেয়ারম্যান জাকির হোসেন।

পুলিশের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতি করে ভাইকে সাথে থাকা লোকজনের সহায়তায় ছিনিয়ে নেন চেয়ারম্যান শেখ জাকির।

অভিযুক্ত চেয়ারম্যান শেখ জাকিরের কাছে এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার ছোট ভাই আকরামকে পুলিশ গ্রেফতার করে নেয়ার সময় ওয়ারেন্টের কপি দেখতে চাওয়ায় এক কনেস্টেবল আমার বুকে লাথি মারলে আমি মাটিতে লুটিয়ে পরি। এর পর উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পরে যায়। এর পরের ঘটনা আমি আর বলতে পারছি না।

বাঙ্গরা বাজার থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, চেয়ারম্যান শেখ জাকির সাহেবের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিল। এসআই রনি চৌধুরি তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ছিনিয়ে নেয়। আমরা ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় চালাচ্ছি।