আজ ১০ই জুলাই আকবরশাহ মাজার রোড সংলগ্ন এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে মৌসুমী ফল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
তরুণ আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রুম্মনের সভাপতিত্বে ও ইমরান আলী রাজুর সঞ্চালনায় উক্ত অনুস্টানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব এরশাদ মামুন।
উক্ত অনুষ্ঠানে তরুণ আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রুম্মান বলেন চলমান কঠোর লকডাউনের এই ক্রান্তি সময়ে সরকার নানাভাবে কর্মহীন অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সরকারের সাথে একাত্ম হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ মামুন বলেন শেখ হাসিনার নিদের্শনা ও মানবিক সহয়তা ৯ নং ওয়ার্ড ব্যাপী ধারাবাহিক ভাবে আওয়ামী লীগ নেতা কর্মীগন পালন করবেন ও সমাজের বিত্তশালীদের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
এতে আরও উপস্থিত ছিলেন রবিউল হাসান রবি, শফিকুল ইসলাম মানিক, রবিউল, আলি আকবর শাহিন, ইমন, শামীম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।