একই মোটরসাইকেলে ৪ জন আরোহন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ৩ আরোহী নিহত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ছোটকমলদহ ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের কমলদহ ইউটার্ণ অতিক্রম করার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে ব্রেক করতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইকের চালক। মুহুর্তেই উল্টে যায় চারজন আরোহীর মোটরসাইকেলটি। ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় আরও একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা মিরসরাইয়ের নিজামপুরের দিকে যাচ্ছিলেন।
মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের ওসি মো. শাহাদাত হোসেন বলেন, একই মোটরসাইকেলে ৪ জন আরোহী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন মারা গেছেন। ১ জন বেঁচে আছেন। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- Reporter Name
- Update Time : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- 99
Tag :
জনপ্রিয় সংবাদ