চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ, অনুষদ, হল, দপ্তরে ২১টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা: নেটওয়ার্ক টেকনিশিয়ান- ২ জন, ডেটাএন্ট্রি অপারেটর-১ জন, হার্ডওয়্যার টেকনিশিয়ান- ৩ জন,ল্যাবরেটরি সহকারী- ১জন, স্টোর কিপার-১ জন, ইলেকট্রিক মিস্ত্রি- ১ জন,
ক্যাটালগার- ১ জন, ফটোগ্রাফার (জুনিয়র)-১ জন, পেশ ইমাম- ১ জন, ডিজেল গাড়ির মেকানিক- ১ জন, ড্রাইভার- ১ জন, লাইনম্যান- ১ জন, সেলাই ও বুনন শিক্ষক- ১ জন, নার্স (পুরুষ)- ১ জন
ফটোকপি মেশিন অপারেটর- ১ জন,কম্পিউটার ল্যাব সহকারী- ১ জন, মেশিনম্যান গ্রেড-২- ১ জন,
ক্যালিওগ্রাফার- ১ জন, স্টোর ক্লার্ক- ১ জন, প্রুফ রিডার গ্রেড-২- ১ জন এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী- ১ জন
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যাপক এস এম মনিরুল হাসান, রেজস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।